#কোন_রোগের_oedema_কোথায়_হয়_এবং_কেন?
#কোন_রোগের_oedema_কোথায়_হয়_এবং_কেন?💗💚
#Congestive_Cardiac_failure🤤
এক্ষেত্রে #Right_heart blood দিয়ে #congested থাকে! তাই inferior venacava দিয়ে blood আর আগের থেকে ভর্তি থাকা Rt atrium এ আর Drain করতে পারেনা! ফলে #Inferior_venacava তে Blood এর pressure বেশি হয়! তাই external iliac vein থেকে blood গুলোও আর সামনে আগাতে পারে না! একই ভাবে #Femoral_vein এর blood গুলো আর সামনের দিকে অর্থাত iliac vein এ আসতে পারে না! ফলে পায়ের দিকে #venous_hydrostatic_pressure যায় বেড়ে এবং capillary দিয়ে সেটা leak করা শুরু করে! এই জন্য CCF এ Oedema হয় পায়ে!
#Liver_cirrhosis😖
এক্ষেত্রে #hypoalbuminea ছাড়াও liver fibrosis হবার কারনে ছোট হয়ে যায়! তাই #Portal_vein, fibrous Tissue এর চাপে চুপষে যায়! blood আর সামনের দিকে ভাল ভাবে যেতে পারে না! ফলে portal vein এ hydrostatic pressure বেড়ে যায়!আর এই portal vein এর anastomoses আছে periumblical area তে! তাই venous pressure বেড়ে যাওয়ার জন্য সেখান কার capillary গুলো দিয়ে blood peritoneal cavity তে জমতে থাকে! এটাই Acites
#kIdney_Disease😳
Kidney Disease এ কোন hydrostatic pressure বাড়ে না আগের দুইটার মতো! এখানে জাস্ট protein loss হয়! মানে kidney disease এ oedema এর main pathogenesis টা হলো Proteinuria ! এই protein কমে যাবার কারনে hypoalbuminea হয়! আর সে কারনে colloidal osmotic pressure যেটা blood কে vessel এর মধ্যে ধরে রাখে,সেটা কমে যায়! তাই plasma leak করা শুরু করে capillary দিয়ে! এবং সে সবার আগে বেছে নেয় এমন জায়গা যেখানে কিছু fluid freely জমা হবার space পায়! আর সেই জায়গা টা হলো face এর periorbital space ! karon এখানকার muscle গুলো সাধারনত bones এর বদলে skin এ insertion নেয়! তাই তাদের মাঝে একটা pocket বা space এর তৈরী হয়! আর তাই fluid গুলো প্রথমে সেই free space এ জমা হতে সাছন্দ্য বোধ করে!
No comments