Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Chorda Tympani Syndrome

♥️♥️ #Chorda_Tympani_Syndrome♥️♥️


কালু ব্যাপারী👳🏻‍♂️আজ খুব খুশি!😊মাড়ির দাত টা তুলতে ডেন্টাল সার্জন চাইছিল ৫০০ টাকা!😡কিন্তু সে ১০০ টাকা দিয়ে গঞ্জের  “আবেদ⚒দাত ঘর 🛠” থেকে দাত টা তুলে ফেলছে!😍কত বড় কসাই!!👹৫০০ টাকা চায়!🤨বাড়ীতে এসে দেখে বউ সেমাই রান্না করছে!😋আজ তো তার পুরা ঈদের দিন🌙!সে এক চামচ সেমাই মুখে দিল!কিন্তু একি!?🤷🏽‍♂️ডান সাইডের জিহবা তে কোন স্বাদ পাচ্ছে না মনে হচ্ছে!🤔আরে ও কিছু না!মনে হয় পান তামুক একটু বেশি খাওয়া হয়ে গেছে তাই মুখে স্বাদ নাই😊!
কয়েকদিন চলে গেলো!কিছুতেই জিহবার ডান পাশে আর স্বাদ পায় না সে🤪!ইদানিং আবার মুখে ভাত নেবার পর মনে হয় মুখ টা একদম শুকনা!😣কিন্তু থুতনির নীচ দিয়ে অঝরে ঘাম পরে!🤤 না! এবার একটা ডাক্তারের কাছে যেতেই হয়!সে ডাক্তার কে সব খুলে বললো!
👳🏻‍♂️: স্যার আমার এই অবস্থা!আমারে বাচান!😩
👨🏻‍⚕️: যার কাছে দাত তুলেছেন!⚒সে আপনার দাতের সাথে সাথে Extra ভিজিট না নিয়েই একটা nerve ও কেটে ফেলেছে!🤐যেটার নাম #chorda_tympani_nerve !যেটা জিহবার সামনে থেকে স্বাদ মস্তিষ্কে নিয়ে যায়!এবং লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণে সাহায্য করে!এই জন্য আপনি অর্ধেক জিহবা থেকে আর স্বাদ পাচ্ছেন না!আর লালা ক্ষরণ না হওয়ায় মুখ থাকছে শুকনো🙄
👳🏻‍♂️: কিন্তু স্যার আমার থুতনির নীচে খাবার সময় ঘামে কেন?
👨🏻‍⚕️: আপনার কাটা nerve টা নতুন করে গজিয়ে সাপ্লাই দিচ্ছে থুতনীর নীচের #sweat_gland বা ঘাম গ্রন্থি তে! তাই মুখে খাবার দিলে এখন লালা না ঝরে,থুতনীর নীচ থেকে ঝরছে ঘাম🤤
👳🏻‍♂️: স্যার এখন উপায়?😔
👨🏻‍⚕️: উপায় আর কি?১৫ হাজার টাকা নিয়ে আসুন!ঐ ঘাম গ্রন্থি তে সাপ্লাই দেয়া nerve টা কেটে ফেলতে হবে!🤑
👳🏻‍♂️: হায় রে কপাল!😩সেদিন ৫০০ টাকা বাচাতে গিয়ে আজ ১৫ হাজার নেমে গেলো 😩😩

No comments

Theme images by follow777. Powered by Blogger.