Hepatitis_B_Seromarkers💯🍺
#Hepatitis_B_Seromarkers💯🍺
Hepatitis B virus এর কয়েকটা antigen আছে।
যেমন #surface_Antigen হলো #HBsAg.
#Core_Antigen যেটা ভেতরে থাকে #HBc_Ag
আর এর সাথেই থাকে #HBe_Ag
এখন এই ৩ টা Antigen এর মধ্যে #HBcAg কখনো Blood এ আসে না । কিন্তু তার antibody blood এ আসে একদম infection এর #শুরুর দিকেই। এবং এই #HBcAb blood এ সারাজীবন থেকে যায়।
এখন আসি HBsAg এর কথায়। blood এ HBSAg থাকা মানে blood এ B virus এখনো Active.
তাই এই HBSAg যদি রক্তে ৬ মাসের বেশী পাই সেটা mean করে ৬ মাস ধরে রক্তে B Virus active ভাবে আছে। এটাকে বলে #Chronic_viral hepatitis !
এখন রক্তে HbsAg আসার ৩-৬ মাস পরে HBs এর বিরুদ্ধে রক্তে Antibody develop হওয়া শুরু হয় । যেটাকে আমরা Anti HBs বলি। HBs antibody গুলো আস্তে আস্তে HBs Ag গুলোর সাথে বাইন্ড করতে থাকে ।
এতে একসময় সব HBSAg গুলো neutral হয়ে যায়। বরং Hbs Antibody গুলো Antigen কে neutral করে আরো antibody রক্তে থেকে যায়।
আর HBsAg neutral হয়ে যাওয়া মানে Hepatitis B virus গুলো আর Active অবস্থায় নেই । অর্থাত recovery!
অর্থাৎ recovery বা previous infection এ আমরা রক্তে দুইটা antibody পাবো।
একজন হল #Anti_HBs আর একজন ঐ যে infection এর প্রথমেই রক্তে এসেছিলো এবং সারাজীবন রক্তে থাকবে #Anti_HBc ( IgG)
অর্থাৎ
রক্তে Anti HBs + Anti HBc (IgG) = #Recovery or #previous_infection
কিন্তু যদি শুধু Anti HBS রক্তে পাই , তবে তা mean করে শরীরে #VACCINE দেয়া হয়েছে HBs Ag এর বিরুদ্ধে।
কারন recovery হলে anti Hbs এর সাথে anti HBc ও আমরা পেতাম ।
এখন আরেক টা antigen আছে সেটা হল #HBeAg.
HBe antigen mean করে virus replication বা বংশবৃদ্ধি করতেছে। তার মানে কারো রক্তে HBeAg থাকা মানে patient এখন #highly_infective!
আর যদি HBeAb পাওয়া যায় তার মানে হলো HBeAg is under control , অর্থাত #low_infective!
আসুন এবার summary করি
💜Chronic viral Hepatitis= HBsAg+ Anti HBc
💙Chronic viral hepatitis with high infectivity= HBsAg+ Anti HBc + HBeAg
💚Chronic viral hepatitis with low infectivity= HBsAg+ Anti HBc+ Anti HBe
💖Recovery = Anti HBs+ Anti HBc
💓Vaccination= Anti HBs
Lets protect ourselves against Hep B
No comments