Hepatitis_G_যখন_HIV_এর_বিরুদ্ধে_আশীর্বাদ
#Hepatitis_G_যখন_HIV_এর_বিরুদ্ধে_আশীর্বাদ💜❤️
👨🏻⚕️: Classical Hepatitis virus কয়টা?নাম বল!
👩🏻⚕️: স্যার Hepatitis A,B,C,D,E
👨🏻⚕️: আর একটা hepatitis virus এর নাম আছে !বলতে পারবি? lange review তে আছে!
👩🏻⚕️: sir #Hepatitis_G !
👨🏻⚕️: Good !৯০ ভাগ ছেলে পেলেই এটা জানেনা! এটা সম্পর্কে কিছু বল!
👩🏻⚕️: স্যার এটা সাধারনত #blood_transfusion এর মাধ্যমে ছড়ায়! #Hepatitis_C এর মত এরাও #flavi virus group এর মেম্বার! কিন্তু hepatitis C Acute এবং chronic দুই রকমের Hepatitis ই করে! যেখানে Hep G শুধু #Chronic_hepatitis করে!
👨🏻⚕️: ক্ষতির কথা তো অনেক বললি!এবার এই virus এর একটা উপকারিতা বল দেখি!💜
👩🏻⚕️: স্যার Hepatitis G ,#HIV_virus এর #replication এ বাধা দেয়! তাই HIV infected কেউ যদি Hep G এ আক্রান্ত হয় তাহলে তার বডিতে HIV virus আর ভাল কাজ করতে পারেনা! দুর্বল হয়ে যায়!দেখা যায় #AIDS হতে হতে ২৫-৩০ বছর লেগে যায়!
👨🏻⚕️: Good ! Thats it ! একেই বলে Venom kills venom👹!
👩🏻⚕️: জি স্যার! আমাকে আগে সওগাত ও মামুন Disturb করতো! 😤এরপর সওগাত কে বলছি মামুন আমাকে Disturb করে আর মামুন কে বলছি সওগাত আমাকে Disturb করে! এখন ওরা দুইজন মারামারি করে!😬আর আমি শান্তিতে থাকি!😇 ব্যাপারটা কিছুটা এরকম!
No comments