Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Vaccine

#Vaccine 💉💊🔑🔎

Vaccine জিনিসটা আসলে কি???💉💊
-আসল নকল যাই বলি এটা একটা mixture যা রোগ প্রতিরোধ করে।
এটা কিভাবে কাজ করে??🤔🤔
-এটা কাঁটা দিয়ে কাঁটা তোলে।💪(যে ভাইরাস ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে তাকেই ব্যবহার করে ভ্যাক্সিন তৈরি করা হয়) ।

আমরা জানি যখনই কোন ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোন ফোরেইন পার্টিক্যাল আমাদের বডিতে প্রবেশ করে সাথে সাথে আমাদের immune system তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তার একটা ছবি তুলে সেভ করে রাখে ( antibody)👌 যেন পরের বার তাকে দেখেই চিনে ফেলে এবং শত্রুকে মেরে ফেলে।
কিন্তু এখানে একটা কথা আছে, প্রথম যখন শত্রু  ঢুকলো তখন তো আমাদের immune system তাদের চিনতো না এবং সেই সুযোগে কিন্তু ওরা ক্ষতি করেছে। তারপর immune system তা বুঝতে পেরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু ক্ষতি কিন্তু হয়েছে!!💀 কখনও কখনও ক্ষতির পরিমাণ এতো বেশি হয়ে যায় যে বুঝে উঠার আগেই মানুষ মারা যায়।🤦‍♀️⚰
তাহলে করণীয়❓❓❓
এমন কিছু করতে হবে যেন immune system কোন ক্ষতি হওয়ার আগেই সবাইকে চিনে রাখে।
Here comes THE VACCINE. 🙋🙋‍♂️
এটা এমন এক জিনিস যা ভাইরাস ব্যাকটেরিয়ার ছবি আগে থেকেই immune system কে দিয়ে দেয়,তখন immune system ক্ষতি হওয়ার আগেই antibody (ab) তৈরি করে রাখে।
কিন্তু ভ্যাকসিন এটা কিভাবে পারে? 🤔🤔
উত্তর : একেকটা ভ্যাকসিন একেকভাবে পারে। যেমন :
💊Live attenuated vaccine :💉 attenuated মানে কম শক্তি সম্পন্ন। মানে এখানে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় তার বিষ দাঁত ভেঙ্গে (avirulance, মানে pathogenicity নষ্ট করে দেয়া হয় ল্যাবরেটরিতে) দুর্বল করে বডিতে দিয়ে দেয়া দেয় (টিকা দান)।
Avirulant ভাইরাস, ব্যাকটেরিয়া তখন বলে : পরিবেশ টা সুন্দর না??? আমি কি বডির কোনো ক্ষতি করেছি??? কোনো cell কে গালি দিয়েছি??? তাও immune system বলবে আমি ভালো না এবং আমার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখবে। এবং পরে যখন আমার বিষাক্ত ভাইরা (virulant virus, bacteria) আসবে তাদের দেখা মাত্রই গলা ধাক্কা দিয়ে বের করে দিবে।
EXAMPLE🧐
    .    Measles, mumps, rubella (MMR combined vaccine)
Rotavirus
Smallpox
Chickenpox
💊Killed Vaccine /inactive vaccine💉 :এক্ষেত্রে আমরা বিষ দাঁত না ভেঙে শত্রুকে পুরোপুরি মেরে ফেলি কারণ ওদের বিশ্বাস নেই।বিষ দাঁত ভাঙ্গার পরও ওরা ছোবল দিতে পারে (avirulance form can be reverse to virulence form)।এক্ষেত্রে immune system মৃত শত্রুর চেহারা চিনে রাখে (ab produced)
EXAMPLE 🧐
   Hepatitis A
Polio (shot only)
Rabies
Sub unite vaccine💉 : এক্ষেত্রে আমরা শুধু শত্রুর antigen টা ব্যবহার করি কারণ ab তৈরির জন্য শুধু ag থাকলেই হয়, পুরো ভাইরাস, ব্যাক্টেরিয়ার দরকার নাই। এটাকে sub unite কেন বলি??? আমরা জানি শত্রুর ag এ A,  B এমন কিছু sub unit থাকে। একটা দিয়ে শত্রু আমাদের cell এর সাথে attachment করে আর আরেকটা দিয়ে cell কে ছিদ্র করে ভিতরে ঢুকে পরে। এখানে এই ভ্যাক্সিনে আমরা ব্যবহার করি যে  💊sub unit শুধু attachment করতে পারে কিন্তু ভিতরে ঢুকতে পারে না। সুতরাং এই sub unit কে বডিতে দিলে তা Cell এর ভিতর ঢুকতে পারবে না কিন্তু immune system তার বিরুদ্ধে ab তৈরি করে রাখতে পারবে।
💊Conjugate vaccine💉 :কিছু শত্রুর antigen গুলা দুর্বল হয়। তখন তাদের বিরুদ্ধে ab তৈরি করা যায় না। তাহলে তো বিপদ। এদের হাত থেকে মুক্তির উপায় কি??? এইসব দুর্বল antigen এর সাথে strong antigen যোগ করে এদের strong বানিয়ে বডিতে দিয়ে দেয়া হয় তখন এদের বিরুদ্ধে সহজেই অ্যান্টিবডি তৈরি করা যায়।
💊DNA vaccine💉 : এটা নতুন এসেছে। এক্ষেত্রে সরাসরি antigen না দিয়ে আমরা অ্যান্টিজেনের DNA দিয়ে দেই যা থেকে immune system ab তৈরি করে।
💊Recombinant DNA vaccine💉 : এটা আরও নতুন। এখানে recombinant DNA technology ব্যবহার করে vaccine তৈরি করা হয়।
EXAMPLE of Sub,conjugate,DNA,recombinant 🧐
   Hib (Haemophilus influenzae type b) disease
Hepatitis B
HPV (Human papillomavirus)
💊Toxoid vaccine💉 : এখানে আমরা আর অ্যান্টিজেন ব্যবহার না করে ব্যাক্টেরিয়ার বডি থেকে যে toxin release হয়ে disease হয় সেই toxin টাকেই সরাসরি  inactive করে বডিতে দিয়ে দেই। এবং এই toxin এর বিরুদ্ধে তখন specific immune response হয়।
EXAMPLE🧐
   Diphtheria
Tetanus

No comments

Theme images by follow777. Powered by Blogger.