Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Rickets vs Osteomalasia vs Osteoporosis vs Paget's disease। 🔥🔥🔥

Rickets vs Osteomalasia vs Osteoporosis vs Paget's disease। 🔥🔥🔥


📌প্রথম কথা Mineralization কি জিনিস? এটা হচ্ছে সেই জিনিস যার জন্য আমাদের bones গুলা এতো শক্ত আর মজবুত।রড আর সিমেন্ট দিয়ে যেমন বাড়িঘর মজবুত করা হয় তেমনি osteoblast গুলো collagen আর calcium, phosphate কে একত্র করে bones কে শক্ত আর মজবুত করে।এটাই mineralization.

🔴Rickets : (poor mineralozation in growing bone in children ) ....মানে যখন বাচ্চাদের বোন্স গুলা বৃদ্ধি পেতে থাকে তখন mineralization কম হয়। তাহলে আর শক্ত হবে কি করে?? তাই soft হয়ে যায় বোন্স গুলা এবং বৃদ্ধির সময় shape ঠিক থাকেনা।
🔴Osteomalasia(poor mineralization in already grown up bone in adult) -মানে একই জিনিস rickets এর মতোই শুধু এখানে ঘটনা ঘটে bone development শেষ হওয়ার পর adult age এ।সুতরাং এখানে পার্থক্য থাকবে শুধু একটাই, যেহেতু bone development complete হওয়ার পর mineralozation এ ঝামেলা হচ্ছে সেহেতু বোন্স গুলার আকার আকৃতি নষ্ট হবে না, শুধু বোন্স গুলা soft হয়ে যাবে mineral এর অভাবে।
কেন এই অভাব দেখা দিবে????
যদি বডিতে ca, phosphate এর পরিমাণ কমে যায় অথবা যারা তাদেরকে বোন্সে নিয়ে যেতে সাহায্য করে তারা কাজ না করে যেমন : vit-D, parathormone, calcitonin.
🔵Osteoporosis :(De-mineralization of bone)  অর্থাৎ এখানে শুরুতে ঠিক ঠাক মতোই bone mineralized হবে এরপর বোন্স থেকে মিনারেল বের হয়ে আসবে।
উপরের দুইটাতে ছিলো, বোন্সে মিনারেল প্রবেশ ই করছে কম আর এখানে প্রবেশ করেছে ঠিকই কিন্তু বিভিন্ন কারণে পরে তারা বোন্স থেকে বের হয়ে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে : post menopausal and senile osteoporosis.

🔵Pagets disease : এখানে যেটা হয়, osteoclast বোন্স থেকে মিনারেল বের করে দেয় আর osteoblast মিনারেল কে বোন্সের ভিতর ঢুকাতে থাকে।ফলে, বোন্সের কিছু অংশে মিনারেল বেড়ে যায় আবার কিছু অংশে কমে যায়। ফলে বোন্সের shape change হয়ে যায়।এর তেমন কোন সঠিক কারণ জানা না থাকলেও মনে করা হয় infection and genetic mutation এর জন্য এমন হয়ে থাকে।

No comments

Theme images by follow777. Powered by Blogger.