Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

♦''লক্ষ্য যখন FCPS"

                      ♦''লক্ষ্য যখন FCPS"

      একজন FCPS ডিগ্রী ধারী হতে চান?


Doctor দের জন্য MBBS শেষ করা মানে থেমে যাওয়া নয়।
প্রতি বছর এক ঝাক মেধাবী তরুন চিকিৎসক MBBS নামক ৫ বছরের প্যারাময় জীবন শেষ করে হাফ ছেড়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু জিরানোর ফুসরোত তাদের আর হয় না, শুরু হয় আরেক লড়াই। এ যেন নদী ডিঙিয়ে সাগরে যেয়ে পড়া।

কে না হতে চায় নামি দামি বিশেষজ্ঞ ডাক্তার? কিন্তু সে পথ যে মোটেই মসৃণ নয়।
এত এত মেধাবীদের মাঝে খুব অল্প সংখ্যক চিকিৎসক ই পারে পোষ্টগ্রাজুয়েশনের সোনার হরিণের সন্ধান পেতে।

তাই বলে কি থেমে থাকা? মোটেই না। চলুন আজই আপনার career plan টা করে ফেলুন।

পর্যাপ্ত তথ্য-উপাত্ত পেলে যে কোন planning ই সহজ হয়ে যায়। কিন্তু বর্তমানে আমাদের দেশের medical sector এ career বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য সম্ভার বা দিক নির্দেশনা নেই।

সে লক্ষেই এখন আপনাদের জন্য আলোচনা করবো FCPS ডিগ্রী নিয়ে।


♦FCPS বিষয়ে সাধারণ তথ্য সমূহ:

* FCPS  মানে Fellow of the college of physicians & surgeons.
* BCPS ( Bangladesh college of physicians and surgeons) এই ডিগ্রীটি দিয়ে থাকে।
* এটি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ডিগ্রী।
*  তবে ডিগ্রীটি দীর্ঘমেয়াদি এবং ট্রেনিং পিরিয়ডে ট্রেইনি কে কোন সন্মানী দেওয়া হয় না, আবার পাসের হার ও আশানুরূপ নয়।
--- সুতরাং সফলতার সাথে ডিগ্রীটি শেষ করতে হলে  ধৈর্য এবং মেধা উভয়ের সমন্বয় প্রয়োজন।

♦কোন কোন বিষয়ের উপর FCPS ডিগ্রী করা যায়?
যে সব বিষয়ে FCPS ডিগ্রী করা যায় সেগুলোর নাম নিচে Picture আকারে সংযুক্ত করা হল।

♦FCPS এর ধাপ সমূহ:
♠Parent সাবজেক্ট গুলোর জন্য:
১. FCPS Part 1 exam
2. Training +/- Course
৩. FCPS Part 2 Final exam

♠ Branch/ Subspeciality গুলোর জন্য:
১. FCPS Part 1 exam
২. Training
৩. FCPS Part 2 prelimenary exam
৪. Training
৫. FCPS Part 2 final exam

♦কখন এবং কিভাবে FCPS Part1 এ বসবেন?

* প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে FCPS Part 1 exam অনুষ্টিত হয়।
* ইন্টার্নশীপ শেষ করে BMDC এর পূর্ণ রেজিস্ট্রেশন পাওয়ার পর একজন চিকিৎসক FCPS Part 1 exam এ বসতে পারে।
* Candidate কে online ( www.exams.bcpsbd.org) এর মাধ্যমে application করতে হয়।
* পরীক্ষার ফী-
      ১১,০০০- নতুন পরীক্ষার্থী দের জন্য
      ১০,০০০- পুরাতন পরীক্ষার্থী দের জন্য

♦Exam system of FCPS Part1:

* পুরা syllabus কে ৩ টা ভাগে ভাগ করে ৩ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
* প্রতিটা পেপার এ কোশ্চেন থাকে ৫০ টি এবং মর্কস থাকে ১০০.
* প্রতিটি পেপার এর জন্য পাস মার্কস ৭০।
যদিও সব মিলিয়ে ৩x৭০= ২১০ পেলে পাস কিন্তু কোন এক পেপারে ৬৫ এর নিচে নেমে গেলে সে ফেল।
* কোন পেপার এ ২৫ এর নিচে পেলে পরবর্তী ১ বার সে পরীক্ষায় বসার অনুপযুক্ত বিবেচিত হবে।

♦ প্রশ্নের ধরন:

* প্রতিটি পেপার এ ৫০ টি কোশ্চেন থাকে

* ১৫ টি- সিঙ্গেল বেসড answer প্রশ্ন : ৩০ নম্বার
♣ Sample question:

1. A 45-year-old woman presents with heavey periods. a fall in which of the following hormones is most commonly associated with shedding of the endometrium during menstruation?
a) Lutenising hormon
b) Follicle-stimulating hormone
c) Gonadotrophin-releasing hormone
d) Progesterone
e) Estrogen
ans: d

*  ৩৫ টি- multiple সত্য/ মিথ্যা টাইপ প্রশ্ন: ৭০ নম্বার
*  প্রতিটি multiple সত্য/ মিথ্যা টাইপ প্রশ্নের ৫ টি করে stem থাকে যার প্রতিটি তে ০.৪ করে মার্কস থাকে।
♣ Sample question:

1. Risk factors for suicide are-
a)  Female sex
b) Middle age
c) Schizophrenia
d) Epilepsy
e) Alcohol misuse
ans: F F T F T

*  সঠিক উত্তর টি answer sheet এর বৃত্তে ভরাট করতে হয়।
*  পেন্সিল দিয়ে বৃত্ত ভরাট করা যায়।
*  ভুল উত্তরের জন্য কোন নেগেটিভ মার্কিং নেই।
*  প্রতিটি পেপার এক্সাম এর জন্য ১ ঘন্টা ৪০ মিনিট সময় দেওয়া হয়।
*  যে সব Sub speciality এবং Parent সাবজেক্টের কোশ্চেন একই হয়ে থাকে সে গুলো  সংযুক্ত ছবিতে উল্লেখ করা আছে।

♦কোন পরীক্ষার্থী Parent সাবজেক্টস এর জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে সে পরবর্তী ১ বছরের মধ্যে সাবজেক্ট চেঞ্জ করে  ঐ বিষয়ের Sub speciality এর যে কোন সাবজেক্ট নিতে পারে।

♦ Syllabus for FCPS part1:

সংক্ষিপ্ত syllabus নিচে Picture আকারে সংযুক্ত করা হল।( এতে অধিকাংশ সাবজেক্ট কাভার করলেও সব subject এর syllabus দেওয়া সম্ভব হয় নি)

♦Training এর নিয়মাবলি:

** উল্লেখ্য যে FCPS Part 1 Pass এর পূর্বে করা ট্রেইনিং এর ২ বছর পর্যন্ত কাউন্ট হয়।
** MD/MS ডিগ্রী কমপ্লিট করা থাকলে ঐ বিষয়ে FCPS এর জন্য ২ বছর ট্রেনিং মওকুফ করা হয়।

♣♣ Parent সাবজেক্টস গুলোর জন্য ট্রেনিং:

♣ কোর্স সহ:
* ৩ বছর ট্রেনিং ( সর্বচ্চ দেড় বছর পর্যন্ত ব্রাঞ্চ এ করা যাবে)
plus
* ১ বছর কোর্স

♣ কোর্স ছাড়া:
* ৪ বছর ট্রেনিং ( নুন্যতম ১ বছর পেমেন্ট সহ)

♣♣ সাব স্পেশালিটি/ ব্রাঞ্চ গুলোর জন্য ট্রেনিং:

১) ♣ Preliminary FCPS Part 2 এর জন্য:
* ২ বছর ট্রেনিং (৬ মাস ব্রাঞ্চে করা যাবে তবে যে সাবজেক্টে ডিগ্রী ঐ টি বাদে)

২) ♣ FCPS Part 2 final এর জন্য:
* ৩ বছর যে ব্রাঞ্চ বা সাব স্পেশালিটি তে ডিগ্রী তার উপরে ট্রেনিং
* ৩ বছর ট্রেনিং এর মধ্যে ২ বছর অবশ্যই Preliminary Part 2 পাস করার পর করতে হবে।

♦FCPS final Exam:

♣ পরীক্ষায় বসার যোগ্যতা:
*  নিয়ম অনুযায়ী ট্রেনিং সম্পন্ন করা
* ১ টা ডিজারটেশন/ থিসিস সম্পন্ন করা

♣ পরীক্ষার ধরন:
লিখিত, OSPE, কনভেনশনাল ভাইভা, ক্লিনিকেল

** লিখিত পরীক্ষায় ১৫ গ্রেড বা তার উপরে পেলে পরবর্তী বার সে লিখিত পরীক্ষা দেওয়া থেকে অব্যাহতি পাবে।

** এক্সাম ৭ বছর পর্যন্ত এবং সর্বচ্চ ১০ বার দেওয়া যাবে।

** FCPS পাস করলে তিনি ঐ বিষয়ে বা সাবস্পেশালিটি তে MD/MS করতে চাইলে সরাসরি Phase B থেকে শুরু করতে পারবেন।

লেখক:
Md Abu Shehab
RMC (45th)
BCS( Health)
FCPS Final part( Medicine)
MD Phase-B( Endocrinology), BSMMU

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete

  2. Thank you for informative article, i have also a article about FCPS suggestions : physiscal medicine suggestions 2020.
    https://www.doctorsgang.com/2020/11/fcps-suggestion-physical-medicine-2020.html?m=1

    ReplyDelete
  3. প্রতিবছর কতজন এমবিবিএস-ধারী চিকিৎসক এফসিপিএস-এ পরীক্ষা দেওয়ার সুযোগ পান এবং কতজন উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হন?

    ReplyDelete

Theme images by follow777. Powered by Blogger.