lungs alveoli
lungs alveoli
Lungs এর মধ্যে বস্তা বস্তা Alveoli আছে। বস্তাগুলোকে একটার উপর আরেকটা রাখলে গ্রাভিটির জন্য উপরের বস্তা গুলোর চাপে নিচেরগুলো চিড়েচ্যাপটা হয়ে যাবে, আর উপরের গুলো ফুলে ফেঁপেই থাকবে।
উপরে মানে Apex
নিচে মানে Base
>> অর্থাৎ Lungs এর Apex এর Alveoli ফুলে ফেঁপে সাইজে বড় থাকবে, Base এর Alveoli চিড়েচ্যাপটা হয়ে সাইজে ছোট থাকবে!
>> Intrapleural Pressure is always negative & is more negative in Apex - কেন Apex এ more negative?
Intrapleural pressure সৃষ্টি হয় plural space এ থাকা fluid এর কারণে। গ্রাভিটির কারণে pleural fluid এর বেশিরভাগটাই নিচের দিকে Base এ থাকে, তাই Base এর Intrapleural pressure বেশি থাকে, আর Apex এ কম।>> Greater Transmural Pressure in Apex - ব্যাপারটা খুবই সহজ।
Transmural Pressure হল Intraalveolar Pressure আর Intrapleural Pressure এর বিয়োগফল।Intraalveolar Pressure হল Alveolar এর মধ্যে air এর pressure যা atmospheric pressure এর সমান কারণ atmosphere থেকে air Apex ও Base এ যায় এবং এ কারণেই Intraalveolar Pressure Apex ও Base এ সমান। এবার একটু অংক করি-
মনে করুন Intraalveolar Pressure হল ৫, অর্থাৎ Apex এ ৫ এবং Base এ ৫।
একটু আগে পড়েছিলাম Intrapleural Pressure is more negative in Apex. তাহলে ধরি Apex এ এই প্রেশার -২ আর Base এ -১
তাহলে Apex এ Transmural Pressure ৫-(-২)=৭
Base এ Transmural Pressure ৫-(-১)=৬
তাহলে প্রমাণিত Transmural Pressure Apex এ বেশি!
>> Intravascular Pressure is lower in Apex - এটা তো একদম পানির মত সহজ।
Intravascular Pressure হল Pulmonary Capillary তে থাকা ব্লাডের প্রেশার।Lungs এর Apex থাকে Heart এর উপর, আর Base থাকে Heart এর নিচে। তাই Gravity এর কারণে Heart এর পাম্প করা ব্লাড Pulmonary Capillary দিয়ে Apex এ কম যাবে ও বেশি যাবে Base এ, তাই Intravascular Pressure is lower in Apex.
>> Perfusion is less in Apex
জাস্ট উপরের কথাটা মাথায় রাখলেই এটা সহজ। Apex এ ব্লাড ফ্লো কম, তাই Perfusion কম।>> Ventilation is less in Apex
Ventilation মানে হল air flow.Apex এ air flow কম, কারণ সেখানে Perfusion কম। Perfusion কম থাকার কারণে Apex এর pulmonary capillary গুলো collapse করে, এর ফলে Apex থেকে কোন air ব্লাড এ আসে না, তাই Physiological Dead space ওই Apex এই থাকে!
No comments