Hypoglossal Nerve Damage
Hypoglossal Nerve Damage
Right Side এর #Hypoglossal Nerve Damage হলে।বলেন তো Tongue কোন দিকে Deviated হবে?
Right side এ নাকি Left Side এ?
কি !মনে নিশ্চয়ই এটা আসছে যে , Tongue এর Left side এর Muscle যেহেতু এখনো ভাল আছে , তাই সে Tongue কে Left Side এ deviate করে নিয়ে যাবে Healthy Muscle গুলো। যেমন টি Facial Palsy তে হয়।
কিন্তু আসলেই কি তাই হবে Tongue এর ক্ষেত্রে?
না। Tongue এর ক্ষেত্রে যে side এ nerve Damage হবে, সেই Side এই Tongue Daviated হবে।
কারন Tongue Potrude করলে , Tongue এর Right and Left Side এর muscle গুলো Midline বরাবর চাপ দেয়।
এইজন্য যে side এর muscle paralysis হয় সেই side এ midline বরাবর pressure কম পরে।
তাই Healthy side এর muscle , midline এ চাপ দিয়ে দুর্বল muscle কে চাপ দিয়ে সেদিকে চলে আসে।
তাই যে side এ Hypoglossal Damage সে দিকেই Tongue Deviated হবে!❤️
No comments