Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

##Virus & Interferon(alpha & beta)

##Virus & Interferon(alpha & beta)

Interferon is named so due to it's ability to interfere with viral replication!

#সব নিউক্লিয়েটেড সেলে ইন্টারফেরন(আলফা এন্ড বিটা) সাইটোকাইনের রিসেপ্টর থাকে!!

#গামা ইন্টারফেরনের রিসেপ্টর ন্যাচারাল কিলার আর ম্যাক্রোফেজে এ থাকে!!

#অন্য সাইটোকাইনগুলোর রিসেপ্টর এরকম ইউবিকুশাস না!!

#"তুমি যেখানে আমি সেখানে"
---পড়ুন,ভাইরাস যেখানে ইন্টারফেরন রিসেপ্টরও যেখানে!

#ভাইরাস প্রত্যেক নিউক্লিয়েটেড সেলে ঢুকে রেপ্লিকেশন করে,তারপর তাদের অনেক বাচ্চা তৈরি করে অন্য সেলগুলোকেও আক্রমণ করার জন্য!

#'সীমার মাঝে অসীম তুমি'--
আল্লাহ এই বেয়াদপ ভাইরাস থেকে রক্ষা করার জন্য তাই সব নিউক্লিয়েটেড সেল এ আলফা এন্ড বিটা ইন্টারফেরনের রিসেপ্টর দিয়ে রেখেছে!!!!
এডাপ্টিভ ইমিউন রেস্পেন্স শুরু না হওয়া পর্যন্ত এটাই আমাদের সম্বল!!

#ইন্টারফেরন একটা সাইটোকাইন!
ভাইরাস ইনফেক্টেড সেল থেকে অালফা অার বিটা ইন্টারফেরন রিলিজ হয়!
এই সিগন্যালিং মলিকিউল #JAK-STAT signalling pathway দিয়ে ভাইরাল নিউক্লিক এসিড ব্রেক ডাউন,প্রোটিন সিনথেসিস ইনিশিয়েটরকে ফসফোরাইলেশন করে,প্রোটিনকে মডিফাই করে!আর #UPS(Ubiquitin Proteasome System) ভাইরাল প্রোটিন কেটে কুচি কুচি করে দেয়!!
আর Cellular MHC 1(Cytotoxic T cell),MHC 2(Helper T cell) এর কাছে ভাইরাল এন্টিজেনকে রিপ্রেজেন্ট করে!
এরপর একটা ফুঁটো করে(perforin) এবং ম্যাক্রোফেজ দিয়ে যথাক্রমে ভাইরাস ইনফেক্টেড সেলকে মেরে ফেলে!!!

#আর এটাকে ব্যবহার করেই হেপাটাইটিস বি এন্ড সি'র টিট্রমেন্ট করা হয়!
নরমাল ইন্টারফেরনের স্টেবিলিটি কম বলে সপ্তাহে ২ বা ৩ বার দিতে হয়!!আর অনেক সময় ধরে টিট্রমেন্ট চালাতে হয় (৬-১২ মাস)!
উন্নত বিশ্বে #পলিইথিলিন গ্লাইকল যুক্ত করে দিয়ে ইন্টারফেরনের স্টেবিলিটি বাড়ানোর কারণে সপ্তাহে ১ বার দিলে চলে!!!

#গামা ইন্টারফেরন মাইটোজেনিক স্টিমুলেশনে Type-1 Helper T cell থেকে রিলিজ হয়,আর রিসেপ্টর থাকে NK আর ম্যাক্রোফেজ এ!

#'সীমার মাঝে অসীম তুমি'
ইন্টারফেরনের রিসেপ্টরের সর্বব্যাপিতা আবার Ubiquitin এর সব ইস্ট থেকে শুরু করে সব ইউক্যারিওটিক সেলে সর্বব্যাপিতা!

No comments

Theme images by follow777. Powered by Blogger.