Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Fallot's Tetralogy

ফ্যালট টেট্রালজি (Fallot's Tetralogy) পড়ে নেই খুব সহজে



জন্মগতভাবে বাচ্চাদের হার্টে যেসব রোগ গুলো হয় তার মধ্যে Fallot's Tetralogy অন্যতম। হার্টের  এই রোগে বাচ্চার সায়ানোসিস (  Cyanosis) বা নীলাভ হয়।  তাই এই রোগের বাচ্চাদের " ব্লু বেবী"ও বলা।  এই রোগের Component হলো ৪ টা। তাই টেট্রালজি বলে।  কিন্তু মজার বিষয় হলো - এই রোগে হার্টের মূলত ২ টা প্রব্লেম থাকে,  আর বাকি ২ টা Component আসে কমপ্লিকেশন হিসেবে।

মূল সমস্যা হলো -

1. Pulmonary Stenosis বা Narrowing.
2. Ventricular Septal Defect. (VSD)

যেহেতু পালমোনারি স্টেনোসিস থাকে, তাই ডি-অক্সিজেনেটেড ব্লাড আর ঠিক মত ফুসফুসে যেতে পারে না অক্সিজেনের জন্য। তাই ডি-অক্সিজেনেটেড ব্লাড বাড়ার জন্যই বাচ্চা নীল বা Cyanosed হয়ে যায়।

আবার যেহেতু VSD থাকে,  তাই দুই ভেন্ট্রিকলের মধ্যে ব্লাড যাওয়া আসায় কোনো বাঁধা থাকে না। কিন্তু লেফট সাইড এর প্রেশার তো অনেক বেশি।  তাকে মানিয়ে নিতে নিতে রাইট সাইডের ওয়াল পুরু হতে থাকে।  যার ফলে Right Ventricular Hypertrophy   ডেভেলপ করে।  (3)

আবার দুই ভেন্ট্রিকলের ব্লাড বাইরের দিকে বের হওয়ার শুধু একটাই রাস্তা খোলা।  সেটা হলো Aorta.. তাই বেচারা Aorta কে দুই ভেন্ট্রিকলের লোড একাই সামাল দিতে হয়। তাই Overriding Of Aorta ডেভেলপ করে। (4)


এই ৪ খানা জিনিস মিলেই ফ্যালট টেট্রালজি তৈরী হয়।

(ছবিতে নাম্বার গুলোর দিকে মনোযোগ দিন)

অনেক এডভান্স টিচার জিজ্ঞাসা করতে পারে - ফ্যালট পেন্টালজি ( Fallot's Pentalogy) কি জিনিস? উত্তর হবে -  উপরের ৪ টার সাথে যদি Atrial Septal Defect (ASD) থাকে , তাকেই ফ্যালট পেন্টালজি বলে।

আমরা দুই দিন আগে আর্টিফিশিয়াল হার্টের আবিষ্কারক এর নাম ডেন্টন কুলির কথা বলেছিলাম।  কুলির শিক্ষক  ব্লালক (Blalock) নামে এক ভদ্রলোক ছিল যিনি এই ফ্যালট টেট্রালজির অপারেশন আবিষ্কার করেন।

Left Heart এর সাথে Right heart বড় হয় বলে Xray করলে Heart কে একটা কলসির মত দেখায়।

No comments

Theme images by follow777. Powered by Blogger.