MD/MS রেসিডেন্সি
🏥🏥MD/MS রেসিডেন্সি পরীক্ষার্থীদের জন্য আবশ্যক টিপসঃ 🐎🐎
1) 🕘🕘🕘 সময় ১৮০ মিনিট, প্রশ্ন ২০০ (তার মধ্যে স্টিম ৫টা করে ,তার মানে ১০০০টা প্রশ্ন) তাই সময়ের মূল্য দিতে হবে চরম ভাবে। প্রতি সেকেন্ডের হিসাব রাখতে হবে।
2)🚽🚽 খেয়াল রাখতে হবে প্রথম দিকে ঢিলামি করে শেষের দিকে যেন পারা কিছু ফেলে রেখে না আসেন। ৩ঃ২ অনুপাতে ট্রু ফলস উত্তর থাকবে, তাই সব ট্রু সব ফলস দেয়ার চেষ্টা করবেন না। 📃📃📃কলাম ঠিক রেখে ওএমআরশিট ফিল করবেন প্লিজ।। 🏃🏃
3) 👼👼🐌🐌🐌যেই গুলো সিউর হবে সেই গুলো আগে দিয়ে ফেলুন খুব দ্রুত ভাবে। নয়তো পরে কনফিউজিং গুলো নিয়ে চিন্তা করার টাইম পাবেন না।🙇🙇🙇
4) 👀👀👀ভুলেও কোনো ঘর ফাঁকা রেখে আসবেন না। কারন ফাঁকা রাখার চেয়ে ভরাট করে আসলে নাম্বার বাড়ার চান্স বেশী। কারন নেগেটিভ মার্ক খুবই তুচ্ছ পরিমাণ এই পরীক্ষায়। 💨💨💨
5) নাম, রোল, ফ্যাকাল্টি ফিল আপ করবেন সাবধানে। কলম, পেন্সিল ,ইরেজার নিতে ভুলবেন না। আর প্রবেশ পত্র রাতেই ব্যাগে ঢুকিয়ে রাখুন। ইলেক্ট্রনিক্স জিনিস পত্র (মোবাইল) নিয়ে যাবেন না। 💼💼💼🖋🖊🖌🖌📝
6) ভুলে যাবেন না – কনফিডেন্স মানুষ কে ঠকালেও , ধোকা দেয় না। মানে হলো – ভুল জেনেও সব গুলো সেম স্টিম দিয়ে আসলেও কিছু পজিটিভ মার্ক পাবেন –এটা কনফিডেন্টলি বলতে পারবেন। 🐷🐷🐵🐵
7) ✅✅✅🚸🚸 পরীক্ষার আগের রাত গুলোতে বেশী জাগতে হয় না। ফ্রেশ ঘুম ব্রেইন কে খুলে দিতে পারে। রাত জাগলে ঢাকায় জ্যামের মত মাথায়ও জ্যাম লাগতে পারে। 🔜🔜🔜
8;) অভিজ্ঞতা থেকে বলতে পারি – বিদ্যার চেয়ের বুদ্ধির দৌড় রেসিডেন্সি এমডি/এমএস পরীক্ষায় বেশী হেল্প করে। তাই জেনে বুঝে পরীক্ষা দিন। 🛠🔧🔩🛠
9)🚴🚴🚴🚴 পরীক্ষার্থী সকাল ৮টায় কেন্দ্রে চলে যাবেন। এগজাম ৯টায় এটা ভুলে যাবেন না। যারা ১০ টায় পরীক্ষা ভেবে যাবেন, তাদের জন্য ১ ঘন্টা নীরবতা।। 🏄🏄🏄
10) 🎈🎈🎈🎈🎈ভেবে নিন- জয় সুনিশ্চিত। তাই এই দুর্জয় লড়াই। ✨🎊🎊
No comments