FCPS/MD/MS
FCPS/MD/MS
FCPS এর কিছু মজার ব্যাপার আছে !যা অনেকেই জানেনা!
তার একটি হলো,
💚কেউ যদি #mother_subject অর্থাত Medicine/surgery /Gynae /Paediatrics এ চান্স পায়, তবে সে ১ বছরের মাঝে ইচ্ছে করলে #Specialized_subject এ বিনা সর্তে কোন পরীক্ষা ছাড়াই দরখাস্তের মাধ্যমে Switch করতে পারবে! অর্থাত আমি পরীক্ষা দিয়েছি FCPS (internal medicine ), now if i wish i can switch to FCPS Cardilogy with in one year !
কিন্তু কেউ যদি FCPS এর branch এ পরীক্ষা দেয়, সে কিন্তু mother subject এ switch করতে পারবে না!অর্থাত FCPS cardiology হলে সে আর FCPS medicine এ switch করতে পারবে না!
❤️যাদের Specialized subject এর উপর MD/MS হবে , তারা আর mother subject এ FCPS পরীক্ষা দিতে পারবে না,বর্তমান নিয়ম অনুযায়ী!
অর্থাত MD (cardiology ) থাকলে সে মেডিসিনে FCPS দিতে পারবে না! কিন্তু কারো Medicine এ MD থাকলে সে Medicine এ FCPS দিতে পারবে!
মানে ব্যাপার টা এমন, যেকোন একটা বেছে নিতে হবে, হয় MD /MS in branch subject অথবা FCPS in mother subject like Medicine !
এতদিন ৪ বছরের ট্রেনিং requirement ছিল! BCPS authority খুব তারাতারি এটা কে ৫ বছর ট্রেনিং requirement এর কথা ভাবছে!
অনেক কোচিং আছে যারা আমাদের মাথায় এটা ঢুকায়ে দিছে যে, MD /MS পাশ করায় বেশি!
FCPS pass করা কঠিন! তাই সবাই MD /MS ট্রাই করো!নিশ্চিত ভবিষত!
তারা কি এটা কখনো বলেছে যে Phase -A তে কয়েক বার fail করলে সে course out ! আর course out মানে সে আর সেই course এ থাকার চান্স পাবে না!
দেখা যাবে ৪ বছর খেটে course out হবার পর ফলাফল শুন্য, এক্ষেত্রে Training ও কাউন্ট হয় না! FCPS এ অন্তত Training count হয়!পরবর্তী তে MRCP দিতে চাইলে কাজে আসে! আর যদি কেউ Phase B তে কয়েকবার কোন কারনে fail করে তাহলে তার পুরা ৭-৮ বছরের শ্রম বৃথা! না আছে কোন Training count তার উপরে আবার কোর্স আউট! অর্থাত আপনি তখন আবার interne করে বেড় হবার পরের অবস্থা তে চলে আসবেন!
দুঃখজনক হলেও সত্যি BSMMU এর resident রা বাদে অন্যদের fail এর rate অনেক বেশি! কোন কোন ক্ষেত্রে FCPS এর চেয়েও বেশি!
তাই আমি বলবো, কোচিং এর কথায় কান না দিয়ে Residency এবং FCPS দুইটারই part 1 করে রাখা ভাল
No comments