Asymmetrical expansion of the Chest
Asymmetrical expansion of the Chest
রেস্পিরেটরী সিস্টেম এক্সামিনেশন করতে গেলে পালপেশন পার্ট এ আমরা Chest expansion দেখি।হাত এবং মিজারিং টেপ দুইটা দিয়েই দেখা যায়। এই Chest expansion কোথায় কোথায় ঠিকমতো হয়না, কেন হয়না সেটা আমরা জানব।
চলুন আগে জেনে নিই কোথায় এমনটা ঘটে :)
#pneumonia
#pleural_effusion
#pneumothorax
#foreign_body
#Flail_chest
এই কারনগুলো কমন। আরও কিছু আনকমন কারন আছে। সেগুলো হল ঃ
Unilateral diaphragm paralysis
Haemothorax
Neuropathy
Chest symmetrically expansion হওয়ার জন্য কয়েকটা ফ্যাক্টর কাজ করে। এগুলো হলো
১।Normal musculature
২। Nerve function
৩।Lung compliance
এরকম কোন Abnormality যার কারনে এই তিনটি ফাংশন নষ্ট করতে পারে তারাই Asymmetrical expansion করার জন্য দায়ী।
Pneumonia এবং Pleural effusion এ কেন এমনটা হয়???
#pneumonia তে consolidation থাকে আর pleural effusion এ pleural space এ Fluid জমে নরমাল lung compliance কে কমিয়ে দেয়।যখনই এমন রোগী শ্বাস নিবেন তার এফেক্টেড সাইডটা Expand হবেনা।
# Foreign Body :
যখন কোন Foeign body থাকে তখনে বাতাস Large airway থেকে small airway te যেতে পারেনা। তাই Expansion ঠিক মতো হতে পারেনা৷
Flail segment :
Flail segment হওয়ার প্রধান কারন Trauma. Ribs গুলো Inspiration এর সময় Chest wall থেকে আালাদা থাকে। সে কারনে সেগমেন্ট chest wall expansion এ সাহায্য করতে পারেনা। সেখানে তৈরি হয় Negative intrathoracic pressure.এই প্রেশার chest wall কে inspiration এর সময় ভেতরের দিকে টানে আর expiration এর সময় বাইরের দিকে যা নরমাল অবস্থার বিপরাীত।
Unilateral diaphragm paralysis
কোন কারনে diaphragm paralysis হলে সেই সাইডে diaphragm contract করেনা। তাই Lung ও Expansion হয়না৷
Guillain Barre syndrome
এখানে পেরিফেরাল নার্ভ এ মায়েলিন অথবা Axonal degenatoion হয়।সেখান থেকে peripheral nerve dysfunction হয়।এজন্য inspiration এর সময় diaphragm ঠিকমতো contract হতে পারেনা। তাই Asymmetrical expansion হয়।
No comments