Klüver Bucy syndrome
#Neurology_case ♥️Klüver_Bucy_syndrome
#কলিকাতার_দাদা_আর_ডাক্তার_বাবু💚
👳🏻♂️ডাক্তার বাবু আমাদের নিমাই কে নিয়ে তো আর পারচিনা,বুজলেন?🤦🏻♂️👨🏻⚕️: আবার কি হলো?এরপর ও মারামারি তো করার কথা না!🤔মারামারি করে কোন ভাবে প্রাণ বেচেছে এবার!কানের দুই পাশেই মারাত্মক জখম ছিল!🤕
👳🏻♂️: তা যা বলেচেন!কিন্তু গঙ্গা তো এখন অন্যদিকে গড়াচ্ছে ডাক্তার বাবু! 😿সে এখন যা হাতের কাছে পাচ্ছে তাই খাচ্চে🍟🍔সেদিন চাদু দায়ের মিষ্টির দোকানে একাই ৩ কেজি জিলাপি খেয়চে!🥨সেটা শেষ করে আবার ১ সের রসগোল্লা!তারপর ও বাড়িতে এসে বলে কিনা,তার পেটে নাকি জম্মের খিদে,আবার দু পেট মেরে দিল!🙁দু মাসে ওজন বেড়েছে ৭ কেজি!ওদিকে বাসায় চাল বাড়ন্ত 😨
👨🏻⚕️: এতো ভারি মুশকিল হলো!আর কিছু?🤔
👳🏻♂️: আর কি বলবো ডাক্তার বাবু!পাড়ায় যেটুকু সম্মান ছিল তাও শেষ!😪ছেলে টা আমার পাড়ার বউঝি দের রাস্তা ঘাটে জড়িয়ে ধরতেছে!🙆🏻♂️প্রতিদিন বাড়িতে সালিশি বসে!🤦🏻♂️কিছু করুন ডাক্তার বাবু !মায়ের দিব্যি বলচি,আর আপনাকে ভিজিট নিয়ে ঠকাবো না!😩
👨🏻⚕️:হুম!আপনার ছেলের যেটা হয়েছে সেটা কে মেডিকেলের ভাষায় বলে #Klüver_Bucy_syndrome
👳🏻♂️সেটা কি ডাক্তার বাবু?ভেঙ্গে বলুন তো!
👨🏻⚕️: আমদের Brain এর #Temporal lobe যেটা কানের নীচ বরাবর থাকে,দুইটা Temporal lobe এই যদি আঘাত বা টিউমার হয় তাহলে হঠাত করে রোগীর ক্ষুদা অনেক বেড়ে যায়(#Hyperphagia )এবং তার মধ্যে #Hypersexuality develop করে! এটাকেই Klüver–Bucy syndrome বলে! যেহেতু মারামারি করতে গিয়ে কানের দুই পাশেই সে আঘাত পেয়েছে,🤯তাই সেখান থেকেই এই কন্ডিশন শুরু হয়েছে!
👳🏻♂️: এখন কি করা যায় বলুন তো!😦
👨🏻⚕️: কিছুই করার নেই!ছোট ছেলেটাকে আগের থেকেই শাসন 😡করুন,যেন যত্রতত্র মারামারি না করে,না হলে কিছুদিন পর চাদুদার মিষ্টির বিল এবং বউঝি দের নালিশ দুইটাই ডাবল হয়ে আসতে পারে আপনার কাছে 😪
No comments