R.B.C
R.B.C
এখন Cords of Billroths এর diameter হলো 0.2-0.5 micron.
এখন কথা হলো এত্তো বড় RBC কিভাবে এতো ছোট slit কে অতিক্রম করে?
যেই যোগ্যতা বলে RBC এতো ক্ষুদ্র spleenic slit কে অতিক্রম করে সেটাকে বলা হয় intrigrity of the RBC membrane.
সেটা আবার কি জিনিস??
এটা জানার আগে আমাদেরকে RBC র membrane এর anatomy সম্পর্কে ছোট খাট কিছু কথা মনে রাখতে হবে----
প্রথমত মনে রাখার মতো বিষয় হলো RBC তে Cytoplasm এর তুলনায় Cytoplasmic membrane
এর পরিমান অনেক বেশি। মানে
RBC has more & more membraneous components than Cytoplasm.
♦RBC র membrane এ দুই ধরনের protein বিদ্যমান। যেগুলাকে বলা হয় cytoskeleton of RBC.
Cytoskeleton বলা হয় কারন ঐ protein দুটি RBc র Size এবং shape কে নিয়ন্ত্রন করে।
আর সেই প্রোটিন গুলি হলোঃ
1. Spectrin
2. এবং Ankyrin
Spectrin এর কাজ হলো RBC র Lipid membrane কে RBC র নিজস্ব Cytoplasm এর সাথে শক্ত ভাবে আটকে রাখা। যাতে করে RBC র extra membraneous components গুলা Cytoplasm এর সাথে tightly adhere করে থাকে।
আর Ankyrin অবস্থান করে দুটি Spectrin protein এর মাঝ খানে এবং Ankyrin দুটি spectrin কে এক সাথে hold করে রাখে।
এই Spectrin এবং Ankyrin এর মিলিত শক্তির জন্য RBC biconcave shape হয়ে থাকে।
যখনই 7-8 micro meter এর biconcave RBC 0.3-0.5 micro meter এর spleenic cord of Billroths এর slit দিয়ে পার হয় তখন spectrin এবং Ankyrin provide the intrigrity sothat RBC can twist & turn through the narrow slit.
কিন্তু RBC যখনই আস্তে আস্তে বয়স্ক হতে থাকে তখন ধীরে ধীরে RBC র cytoskeleton protein
Spectrin & Ankyrin এর denaturation হতে থাকে---
এখন প্রশ্ন হলো কেন denaturation হয়??
কারনটা হলো ঃ
যখন RBC আমাদের circulation এ ঘুরতে থাকে তখন RBC আমাদের রক্তের বিভিন্ন ধরনের enzyme, toxin এবং harmfull অনেক substance এর সংস্পর্শে আছে
যেটা কে বলে হয় circulatory insult.
so due to circulatory insult RBC membane protein undergo process of denaturation.
আর আমরা জানি RBC তে কোন নিউক্লিয়াস নেই। যে কারনে RBC. তার Life time এ নতুন করে আর Spectrin এবং Ankyrin তৈরি করতে পারে না।
so Ultimately RBC র আকৃতি আর আগের মতো বাই কনকেইব থাকে না---
RBC become either Glubular, or Eliptical or Spherical shape এর হয়ে যায়---
এখন যে কথাটা আগে বলেছিলামঃ
Biconcave RBC can easily pass the narrow points of cords of Billroths.
কিন্তু Glubular, কিংবা sperical অথবা Eliptical shape এর RBC cant pass through the narrow points of cords of Billroths.
so দেখা যাবে না ১২০ দিন পর RBC গুলা spleenic cords of Billroths এর multiple points এ আটকা পরে যাবে।
ধরুন যে কোন একটা ব্যস্ত রাস্তায় একটা ট্রাক উল্টে পরে আছে। তাহলে কি হতে পাারে??
হে, অবশ্যই বিশাল একটা ট্রাফিক জ্যাম তৈরি হবে।
তায় না?
ঠিক তেমনি spleenic cords of Billroths এ ও RBC র একটা বড়সর জ্যাম তৈরি হবে----
যখনি আমাদের কোন রাস্তায় কোন ট্রাক আটকে পরে ট্রাফিক জ্যাম তৈরি করে, তখনি পুলিশ প্রশাসন দ্রুত এসে ট্রাকটি ধরে নিয়ে যায় থানাতে তায় না?
ঠিক তেমনি যখন spleenic cords of Billroths এ কোন big size এর RBC আটকা পরে যায় তখন spleenic macrophage এসে সেই big size RBC কে ঘিলে ফেলে এবং বিভিন্ন mechanism এর মাধ্যমে RBC কে ভেঙ্গে বিলুরোবিন এ কনভার্ট করে।
যেই জিনিসটা বলার জন্য এতো আলোচনা সেটা হলো আমাদের body র RBC গুলা কিন্তু breakdown হচ্চে spleenic macrophage এর ভিতরে তাই না??
এই breakdown কিন্তু আমাদের circulation or blood vessel এর ভিতরে হয় নাই-
তাই এটাকে বলা হয় extra-vascular haemolysis.
এই concept টা haemolytic Anaemia পড়ার সময় খুবি কাজে আসবে। আর সেজন্যই এই আলোচনা।
No comments