Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Parasymapathetic_And_Sympathetic

#Parasymapathetic_And_Sympathetic❤️💚



👨🏼‍⚕️: কিরে মুখ খানি এরকম ভোতা করে রেখেছিস কেন? আর এত ঘামছিস কেন?

👩🏻‍⚕️: স্যার প্রফের প্যারা আর ভাল লাগে না তাই!আর ঘামছি কারন ভাইবা বোর্ডে ভয়ে আমার sympathetic system activated হয়ে গেছে! আর sympathetic sweat gland কে stimulate করে আমাকে ঘামাচ্ছে!

👨🏼‍⚕️: প্যারা টা আবার কি? যাই হোক আপাতত parasympathetic এর আরেক নাম কি তাই বল!

👩🏻‍⚕️: স্যার Cranio sacral outflow অর্থাত cranial কিছু nerve আর sacral spinal cord এর কিছু nerve মিলেই parasympathetic গঠিত হয়!

👨🏼‍⚕️: আর sympathetic?

👩🏻‍⚕️: স্যার Thoracolumber outflow ! অর্থাত throrasic আর lumber spinal segment থেকে nerve বেড় হয়ে sympathetic nerve গঠন করে!

👨‍⚕️: আচ্ছা বলতো, sphincter এর উপর sympathetic এর কাজ কি?

👩🏻‍⚕️: স্যার sympathetic শরীরের সব sphincter constriction করে যেমন pyloric sphincter !শুধু একটা sphinter সে Dilate করে!তার নাম sphincter pupilae ! এই জন্য ভয় পেলে pupil বড় হয়ে যায়! আর মানুষ চোখে ঝাপসা দেখে! sphincter গুলো relax করে আবার parasympathetic !

👨🏼‍⚕️: আর Heart এর উপর?

👩🏻‍⚕️: স্যার Sympathetic heart rate বাড়ায়!এবং Force of contraction ও বাড়ায়! এই জন্যই! ভয় পেলে আমরা আমাদের Heart rate feel করতে পারি(palpitation ) সাথে force of contraction বাড়ার কারনে Blood pressure ও বেড়ে যায়!
আর parasympathetic করে এটার উল্টো! অর্থাত heart rate কমায় এবং force of contraction কমায়!

👨🏼‍⚕️: ভাল বলেছিস এবার lung এর ব্যাপারটা শুনলে আরো ভাল লাগবে!

👩🏻‍⚕️: sympathetic Bronchodilation করে! এই জন্য Emergency condition বা ভয় পেলে আমাদের শ্বাস জোরে চলে! আমরা হাপাই!
আর parasympathetic কিন্তু আবার bronchoconstriction করে আর bronchial secretion বাড়ায়ে দেয়! তাই শ্বাস কষ্ট বেড়ে যায়! Asthma এর জন্য অনেক খারাপ!

👨🏼‍⚕️: GIT এর উপর effect ?

👩🏻‍⚕️: স্যার parasympathetic GIT muscle এর contraction বা peristalsis বাড়ায় আর sympathetic peristalsis কমায়! মদ্দা কথা Defication করতে help করে para sympathetic! কারন peristalsis করে সে আবার anal sphincter relax করে!

👨🏼‍⚕️:  what about Urinary system ?

👩🏻‍⚕️: স্যার parasympathetic Urinary bladder এর contraction করে ! আর sphincter relax করে তাই urination হয়!আর sympathetic sphincter constriction and Bladder muscle relax করে! ফলে urinary retention হয়!

👨🏼‍⚕️: আচ্ছা একটু Deep এ যাই! sexual অ্যাক্টিভিটি কে কিভাবে maintain করে?

👩🏻‍⚕️: স্যার parasympathetic পিনাইল ইরেকশন করে! আর ejaculation করে sympathetic ! এই জন্যই ejaculation এর সমসাময়িক সময়ে জোড় করে প্রসাব করা যায় না! কারণ আগেই জেনেছি, sympathetic urinary reterntion করে!

👨🏼‍⚕️: বাপরে এই গুলোউ জানিস! আচ্ছা বল sympathetic আর parasympathetic এর chemical mediator কি?

👩🏻‍⚕️: স্যার sympathetic এর Adrenaline শুধু এক জায়গায় acetyl choline!সেটা হলো sweat gland ! আর parasympathetic এর শুধু acetyl choline !

👨🏼‍⚕️: Blood vessel এর ব্যাপার টা?

👩🏻‍⚕️: Blood vessel এ sympathetic supply আছে শুধু! যার কাজ vasoconstriction ! কেবল Heart এর coronaryartery তে শুধু parasympathetic supply  আছ যার কাজ vasodilation করা! আবার brain এর vessel এ sympathetic supply active না! যদি active হতো তাহলে একটু ভয় পেলেই vasoconstriction হয়ে stroke হতো!

👨🏼‍⚕️: কিয়া বাত! সবাস! last quesn !ভালবাসা এর উপর এদের প্রভাব!

👩🏻‍⚕️: স্যার sympathetic energy breakdown করে! তাই ভয় পেলে মানুষ শুকিয়ে যায়! প্রেমে break up হলে মানুষ শুকিয়ে যায়! আর parasympathetic Energy regain করে! তাই ভালবাসার প্রথম দিকে স্বাস্থ্য ভাল হয়! আর শেষ দিকে ঝগড়া ঝাটি break up এর জন্য sympathetic active হয়ে মানুষ কে দুর্বল করে দেয়!

👨🏼‍⚕️: কি বিচ্ছু মেয়েরে বাবা!


#একটিclinicalজোকস
.
-আচ্ছা বলো,  ejaculation/erection কোনটা sympathetic/parasympathetic?
.
-স্যার খুব সোজা, point the pistol & shoot
.
-মানে?
.
-মানে হইলো
.
  -(P)oint the (P)istol হইলো  erection(P-arasympathetic) 😜
  -(S)hoot হইলো ejaculation(S-ympathetic) 😁

No comments

Theme images by follow777. Powered by Blogger.