Thyroid_Hormone_নিয়ে_কিছু_কথা
#Thyroid_Hormone_নিয়ে_কিছু_কথা ❤️
আমাদের বডিতে Thyroid hormone দুইটি! তারা হলো T3 আর T4 ! এর মধ্যে T4 থাকে plasma তে #Globulin এর সাথে bind অবস্থায়। যে জিনিস বাইন্ড অবস্থায় থাকে, সে কখনোই active বা কর্মক্ষম থাকে না।অতয়েব বোঝা গেল যে #T4_inactive ! অন্য দিকে T3 Blood এ free অবস্থায় থাকে। আর সে ফ্রি থাকে বলেই receptor এর সাথে bind করতে পারে,এবং তার hormonal function গুলো করতে পারে।তার মানে বোঝা গেল
T3 হলো #Active_thyroid হরমোন। যেহেতু সে Free অবস্থায় থাকে এবং active , তাই T3 hormone নিয়মিত use হয়ে যায়। যে কারনে T3 এর লেভেল Blood এ T4 এর অপেক্ষা কম থাকে।আর অন্যদিকে T4 এর লেভেল থাকে বেশি, কারন সে Blood এ ফ্রি অবস্থায় থাকে না।
আবার Source এর কথা যদি বলি, তাহলে বলতে হয় T4 এর source শুধু thyroid gland . কিন্তু অন্যদিকে T3 শুধু Thyroid gland থেকেই আসে না। Blood এ T4 থেকে T3 conversion হয়। অর্থাৎ T3 এর source হলো thyroid gland এবং T4!
মনে করুন T4 হলো Bank এ রাখা টাকা। যেটা savings হিসেবে থাকে, আবার ইচ্ছে করলে ভেঙ্গে ভেঙ্গে খরচ করাও যায়।আর T3 হলো Money bag এ রাখা টাকা। money bag এর টাকা যে কোন সময় খরচ করা যায় দরকার হলে । যখন মানিব্যাগ (T3) খালি হয়, তখনই আমরা ব্যাংক(T4) থেকে টাকা তুলি! আর পরিমানে মানিব্যাগের টাকার চেয়ে ব্যাংকের (T4) টাকার পরিমান তো বেশি হবেই।
তারমানে #Hypothyroidism এ আমরা কোনটা দিব বলেন তো?T3 or T4 ?
অবশ্যই T4 । কারন T4 storage অবস্থায় ও থাকে, আবার T4 থেকে Active thyroid hormone T3 ও তৈরী হয় T4 থেকে।
কিন্তু Acute কোন সমস্যায় আমরা কি দিব?
ধরুন #Myxedema_coma । শরীরে একদম thyroid হরমন নেই। সেক্ষেত্রে আমরা কি দিব? তখন inactive T4 দিলে কি হবে? না, হবেনা!
তখন আমাদের দিতে হবে সরাসরি active component , অর্থাত T3 hormone.
No comments