Tracts
Tracts
বলাই ১৪ বছর পর, বিদেশ থেকে দেশে এসে লক্ষ্য করলো, তার বউ তাকে থাপ্পর মারলে সে ব্যাথা অনুভব করতে পারছে( #crude touch )!কিন্তু বউয়ের চুমু (#ফাইন_টাচ) আর অনুভব করতে পারছে না!ভীষণ চিন্তায় পড়ে গেলো বলাই!🤔
হায় ভগবান!🙇🏻♂️একি পরীক্ষায় ফেললে আমায়?🤷🏽♂️
সে আর দেরি না করে একজন ডাক্তারের কাছে গেল! সেখানে গিয়ে সে জানতে পারলো,১৪ বছর বিদেশে গিয়ে সে নিয়মিত যে আকাম গুলো করেছে, তার ফলশ্রুতিতে তার #neurosyphillis (নিউরোসিফিলিস) হয়েছে !
যার কারনে তার #dorsal_column যেটা ফাইন টাচ (চুমু) 😘সেনসেশন বহন করে সেটা নষ্ট হয়ে গেছে (#Tabes_dorsalis)!
কিন্তু থাপ্পর👋সেন্সেশন বহন করা #lateral_spinothalamic_tract ঠিকই আছে!
হায় রে বলাই!সময় থাকতে ভাল হইলে আর এই অবস্থা হতো না তোর!
তোর কপালে চুমু 😘 নেই,আছে গাল ভরা থাপ্পর 👋!
বলাই এখন মনে মনে বলে,"ভগবান এ তোমার কেমন বিচার?"🤦🏾♂️
বি দ্রঃ ইমরান হাশেমির kiss ,Fine টাচ নাকি Rude টাচের under এ পরবে , তা নিয়ে লেখক নিজেই সন্দিহান!
No comments