Clinical_Masterpieces - 6
#Clinical_Masterpieces - 6
.আপনার Cancer ছড়িয়ে পড়ার চিন্তাই(#psychological_Stress) আপানার ক্যান্সারকে দ্রুতো সারা শরীরে ছড়িয়ে (#Metastasize) দিতে পারে।
.
#Stress can #metastasize_Tumor
.
আর এই ছড়িয়ে দেওয়াকে #Significantly_কমিয়ে দিতে পারে গরীবের বন্ধু ঔষধ #Propranolol
.
মনেকরেন আপনার #Malignant_Tumor ধরা পরেছে (#আল্লাহ্ না করুক) এখন আপনি সারাক্ষণ বিভিন্ন চিন্তায় আছেন (বা যে কোনো ধরনের Stress). এর জন্য আপনার বডির #Sympathetic_Nervous_System( SNS) active হবে এবং আপনার বডিতে Epineprin & #Norepineprine (mainly) ক্ষরণ হবে।
এইগুলো আবার আপনার শরীরের #tumor_cells & #Inflammatory_cells এর মধ্যে থাকা #B_Receptor উপর কাজ করে বিভিন্ন chemokines release করে যার ফলে-
-
১. Tumor এর কাছে বেশি বেশি #Inflammatory cell recruit হয়।
২. সেখানে বেশি বেশি #Blood_vessel তৈরি হয়
৩. Tumor এর মধ্যে বেশি বেশি #Lymphatic_vessel তৈরি হয় এবং এর #Dilation হয়।
যার ফলে এর মধ্যে দিয়ে সহজেই #Tumor_cell ছড়িয়ে পড়তে পারে।
আর তখন যদি আপনি টেনশন কম করেন এবং এই
B-receptor বন্ধ করে দিতে পারেন #Propanolol ঔষধ দিয়ে তাহলে আপনার এই #ক্যান্সার_ছড়িয়ে_পড়া_অনেকাংশেই_রোধ করা সম্ভব।
.
#Reference : Pathophysiology The biologic basis for Disease in Adult & children 8th
(pdf page - 1093)
No comments