clinical cns
একটি Clinical গল্প: বিষ্ময়ে ভরা Cerebrum & Cerebellum
.1.Optic chiasma & pyramid এ কেনো fibre cross করে বা এর সুবিধা কি?
.
2.Right side of the body কে Left cerebral hemisphere & vice versa কন্ট্রোল করার সুবিধা কি?কেনই বা এমন?
.
3.কেনো cerebellum বডির same side আর cerebrum বডির opposite side কন্ট্রোল করে?
.
চমতকার এই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা।প্রথমেই বলে নেই এগুলো অতি High level এর প্রশ্ন যেগুলো সঠিক উত্তর একমাত্র আল্লাহ তায়ালা সবচেয়ে বেশি ভাল জানেন!
.
এখন আসি তিনটি কথা
1.Minimise the loss
2.Proper integration &
3.Multiple connection!
.
এই তিনটা কথা দিয়ে পুরো জিনিসটাকে একটু সহজ করার বৃথা চেস্টা করবো!
.
প্রথমেই চোখ/optic chiasma-
.
Optic chiasma তেও ডিকাসেশন হয়, ডান চোখের একটি nasal fibre যায় বাম cerebrum এ কিন্তু temporal fibre যায় ডান cerebrum এ!প্রশ্ন হলো কেনো এরকম হলো?ধরেন আপনের মাথার ডান সাইডে হকিস্টিক দিয়ে আপনার ডান cerebrum টা বেগুন ভত্তা করে দিলাম, তাহলে কি হবে?
.
আপনার বাম চোখে শুধুমাত্র nasal fibre যাবে এবং ডান চোখের temporal fibree যাবে, ঠিক তো?
.
তখন আপনি কি পুরাপুরি কোন চোখে কানা হবেন? অবশ্যই না!দুই চোখের একটি করে visula field যাবে!আর যদি ধরেন ডান চোখের দুই fibre ই শুধুমাত্র ডান cerebrum এ যতো তাহলে ঐ এক বাড়িতে আপনার ডান চোখ পুরাই কানা হয়ে যেতো!
.
এখন আপনি চিন্তা করেন এক চোখ পুরা কানা হওয়া ভাল নাকি দুইচোখের একটি করে ফিল্ড নস্ট হওয়া ভাল?নিশ্চয় আপনি চাইবেন না যে আপনার এক চোখ পুরা কানা হয়ে যাক!এটাই আল্লাহর রহমত!তিনি জানেন আপনার আমার ভাল কোনটাতে, এজন্য আল্লাহ তায়ালা Optic chiasma দিয়েছেন অর্থাত Minimise the loss.সবচেয়ে বড় প্লান আল্লাহই তৈরী করেন, শ্রদ্ধাভরে মাথা এমনি নত হয়ে যায়!
.
এবার পিরামিড প্রষঙ্গে-
.
ডান পাশের fibre cross করে বিপরীত দিকে যায়।আবারো প্রশ্ন হলো কেনো?
.
একটা উদাহরন দেই,দেয়ালে একটি সকেট আছে,আর আপনার মোবাইলেও চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে, এক্ষুনি আপনার একটা জরুরী কল করতে হবে, আবার এই মুহুর্তে আপনার টিভি নিউজ দেখা দরকার।মাগার সকেট একটা!কি করবেন?
.
মাল্টিপ্লাগ লাগাবেন,তাই না?কি মাথায় কিছু ঢুকছে নিশ্চয়?ঢুকতেই হবে!শুরুতেই তিনটা ইংলিশ শব্দ বলেছি,দেখুন আবারো মিলে কিনা!মাল্টিপ্লাগ লাগিয়ে একসাথে টিভিও চালু করলেন মোবাইলেও চার্জ দিতে পারলেন, কিন্তু দেয়াল সকেট কিন্তু ঐ একটাই!অর্থাত multiple connection আপনি proper integration করলেন!
.
ঠিক তেমনি, আপনার আমার হাত পা এর কাজ proper integration করতে নিশ্চয় multiplug লাগবে, এই multiplug টাই হলো pyramid যেখানে ডিকাসেশন হয়ে multiple complex connection হয়েছে!
.
কেনো পিরামিডে ডিকাসেশন হতে হবে?তাহলে আমি যদি বলি আপনি কোথায় multipug লাগাবেন?নিশ্চয় মেইন সকেটের কাছেই তাই না?তাহলে পিরামিডের ঠিক উপরেই আছে পনস, আবার পিরামিডও মেডুলার অংশ,যেটা হচ্ছে বডির মেইন সকেট, সবগুলো ভাইটাল সেন্টার এখানেই থাকে তাই বডির multiplug টাও নিশ্চয়ই মেইন সকেট medulla/pons এর আশে পাশে থাকা উচিত!কি লজিক বুঝলেন তো?সব কিছুর উত্তর আপনার আমার চারপাশে ছড়িয়ে আছে,এক্টু চিন্তা করুন পেয়ে যাবেন!
.
সারা দুনিয়ার নেটের সব আজব গুজব ব্যাখার ল্যংগুয়েজ বুঝতেই আপনি অজ্ঞান হয়ে গেলেন তো বুঝবেন ই বা কি আর জানবেন ই বা কি!সব কিছু সহজভাবে চিন্তা করুন মিলে যাবে জীবনের সাথে।
.
এবার Cerebellum কেনো same side control করে
.
দেখুন cerebellum কিন্তু কন্ট্রোল করে না জাস্ট মোডিফাই করে!যেমন ধরেন একজন প্রফেসর তার সিএ কে যা বলনে সিএ ইন্টার্নকেই সেটাই করতে বলবে।তেমনি Professor cerebrum বলেছে আমি পিরামিডে ফাইবার ক্রস করবো, তাহলে CA cerebellum এর কি সাহস হবে ঐ ক্রস করা ফাইবার আবার ক্রস করে যেই লাউ যেই কধু বানাবে?পারবে না!কারন তখন পুর্বের ক্রস আবার ক্রস হওয়ায় ঘুরে একই হয়ে গেলো!এজন্য cross না হওয়ায় সেইম সাইড মডুলেশন করে সেরিবেলাম!
No comments