Kidney failure
#বাংলাদেশি_কিডনী_রোগীর_রোজনামচা 💔
ধনুশেখের অনেক দিন ধরে প্রসাবে হালকা #জ্বালাপোড়া হয়! যদিও সে ২০০ টাকা হাদিয়া দিয়ে মাজারের বড় পীর সাহেবের কাছ থেকে তাবিজ বানিয়ে নিয়েছে,তবুও আরাম হচ্ছে না! বড় পীর সাহেবের কাছে আবার গেলে সে বলেদিয়েছে তার চিকিতসা কিছু টা হোমিওপ্যাথির মতো! প্রথমে বেড়ে যায় তারপর কমে!
ইদানিং প্রচুর #হেচকি উঠে তার! সবাই ঠাট্টা করে বলে , " বাপু তোমারে এতো কে মনে করে, অন্য কোথাও সংসার পাতাইছো নাকি?"😉
বাড়িতে গিয়ে দেখে তার পরিবার তার জন্য মুরগীর সালুন তৈরী করেছে! অতি প্রিয় খাবার! কিন্তু সে মুখে দিতেই! ওয়াক ওঠা শুরু করলো!এবং তারপর #বমি! হারামজাদি এটা কি রান্না করছোস বলে মিছিমিছি একটা চড় কষিয়ে দিলো বউয়ের গালে!
আজকাল হাতে পায়েও #বল পায়না সে!#অবশ না হলেও অবশ অবশ লাগে! আর #হাড্ডির মধ্যে #জ্বালা_পোড়া করে!কখনো কারন ছাড়া বাম সাইডের হাতের মাংশ টা লাফায়!😞স্ত্রী এর কাছে বিছানায় রাতে আর শক্তি পায় না আগের মতো!
বউ বললো ,আপনি ডাক্তার দেখান না কেন?
ধনুশেখ উত্তরে দাতমুখ খিচিয়ে বকাবকি করে ওঠে," হ আমি ডাক্তারের কাছে যাই! আর তারা আমারে টেস্ট দিয়া ফকির বানাক!আমার যা হয়েছে সেটা হলো ধাতু দুর্বলতা!কাল থেকে মধু খাইলেই ঠিক হইয়া যাইবো!
এইভাবে আরো কিছুদিন গেলো! ঘুম থেকে ওঠার পর আয়নার সামনে দাড়িয়ে ধনুশেখের মনে হলো, তার #চোখ_দুইটা ফুলে আছে!তারমানে তার গায়ে গোশত লাগা শুরু হইছে!মনে মনে বেশ খুশি হলো!
এভাবে চলে গেল আরো কয়েকটা দিন!ধনুশেখের শরীর দিনে দিনে আরো #দুর্বল হতে থাকলো! একদিন গঞ্জে গিয়ে হঠাত মাথা ঘুড়ায়ে পরে #অজ্ঞান হয়ে গেল সে!
এবার সবাই তাকে ধরে নিয়ে গেল hospital এ!
পরীক্ষা নিরিক্ষা করে দেখা গেল, তার দুইটা #kidney নষ্ট হয়ে গেছে! ঘটনা শুরু হয়েছিল সেই প্রসাবের ইনফেকশন থেকে তারপর আস্তে আস্তে kidney এর infection (#pyelonephritis )! সবার শেষে কোন চিকিতসা না নেবার কারনে দুইটা কিডনিই #infection এর প্রতিক্রিয়ায় নষ্ট হয়ে যায়! এই kidney নষ্ট হবার কারনেই তার #impotency (পুরুষত্বহীনতা) develop করেছে!
আর kidney এর প্রবলেমে আগে পানি জমে( #odema ) চোখের চারপাশে! আর #urea আর #nitrogenous product kidney দিয়ে filter হতে না পেরে brain এ গিয়ে #uremic_encehalopathy করেছে! যে কারনে সে অজ্ঞান হয়েছিল!
ধনুশেখ হাসপাতালে শুয়ে তার উপরে থাকা পুরোনো ফ্যানের দিকে তাকিয়ে থাকে!তাদের দুইজনের জীবনই আজ শেষের দিকে! সেদিন ৫০০ টাকা ডাক্তার ভিজিট আর ওষুধের খরচ বাচাতে গিয়ে আজ তার #Dialysis এর জন্য ধানী জমি বিক্রি করতে হলো!
সে তার জীবনের শেষে এই শিক্ষা পেল, প্রাথমিক পর্যায়ের কোন রোগ চিকিতসা এর পিছনে টাকা খরচ হবে বলে অবহেলা করলে, ভবিষতে সেটা অনেক বড় টাকার অংক এবং জীবননাশের কারন হয়ে দাড়ায়!
kidney problem e sobar age peri orbital odema keno hoy??
Facial muscle গুলো skin এ insertion নেয়! Mastication muscle বাদে! যেমন orbicularis oculi, oris এর জন্য আগেই এ সব area তে fluid accumulation এর জন্য space পায়!Impotent এর লজিক টা কি?
due to ureamia peripheral neuropathy হয়!
peripheral neuropathy.....if affects pudendal nerve specially.... then impotent.
No comments