Vasomotor center
Vasomotor center
#Vasomotor_center নামে Brain এর #Medulla_Oblongota তে একটা জিনিস আছে! যার কাজ হলো সবসময় একটা নির্দিষ্ট পরিমান #Sympathetic Discharge করা।
কারন কি?
কারন Blood vessel এ Sympathetic supply আছে! এই always হালকা sympathetic Discharge এর ফলে তাই Blood vessel গুলো #partial_contracted অবস্থায় থাকে!যার কারনে পেরিফেরি তে Extrablood জমা হয়ে থাকে না!এটাকে বলে #Vasomotor_Tone !Shock এর প্রথম দিকে এটা খুব ভাল ভাবে maintain হয়! কিন্তু যদি তা কারেকশন করা না হয় fluid দিয়ে, তখন একসময় heart দুর্বল হয়ে পরে! 💔
Brain এ Blood supply একসময় কমে যায়!
অর্থাত Vasomotor center এও Blood supply এক সময় কমে যায়! nutrition আর Oxygen এর অভাবে তাই Vasomotor center এক সময় নষ্ট হয়ে যায়! 💔
তাই সেই partial sympathetic Drive টা আর থাকে না! ফলশ্রুতিতে Vasomotor Tone টাও আর থাকে না! পেরিফেরাল vessel গুলো #Dilate হতে শুরু করে! এই অবস্থায় fluid কিংবা blood দিলেও আর কাজ করে না!কারন Vital organ এর বদলে সব blood গুলো গিয়ে জমা হয় পেরিফেরাল Dilated vessel এ! Oxygen আর nutrition এর অভাবে খুব তাড়াতাড়ি vital organ (Brain,Heart,kidney) গুলো নষ্ট হয়ে যায়! এবং অবশেষে মৃত্যু! এতক্ষন যা বললাম সেটাই #Irreversible_Shock এর #Pathogenesis !
ধন্যবাদ!💚
No comments