#Aldosterone_Escape ❤️💚
#Aldosterone_Escape ❤️💚
#Aldosterone এর কাজ #Sodium এবং #water retention করা। #Primary_hyperaldisteronism বা #conn_syndrome এ প্রচুর Aldosterone release হয়!এবং ৩ দিনের মাথায় ECF volume maximum হয়ে যায়।
এরপর excess blood গুলো #Right_atrium এর wall এ বেশ pressure দেয় । atrium এর গায়ে আবার থাকে এক ধরনের #secretory_granules (দানা)। সেই secretory granules এ চাপ লেগে, সেখান থেকে রিলিজ হয় special একটা hormone । যার নাম #Atrial_Natriuretic_Peptides (ANP) !
এই ANP Blood এর মাধ্যমে চলে যায় kidney তে। এবং সেখান থেকে #Na_excretion শুরু করে।
আবার renal tubule এর উপর কাজ করে #Na_absorption কমায়ে দেয়!
যার ফলে excess Na বডি থেকে বেড় হতে শুরু করে। একে বলে #Natriuresis !আর Na এর সাথে সাথে বেড় হতে থাকে Water ! একে বলে##Diuresis !
অর্থাত Aldosterone যে excess Sodium আর Water বডিতে retention করেছিল ,সেটা ultimately বেড় করে দেয় ANP . এই ঘটনা কে বলে #Aldosterone_escape !
এই aldosterone escape এর জন্য Conn's Syndrome এ Oedema হতে দেখা যায় না! আর excess water blood থেকে এক সময় বেড় হয়ে যাবার কারনে এক সময় Blood pressure টাও কমে আসে!!
এইভাবেই দেহের পরতে পরতে আছে protective system । এই জন্য স্রষ্টা কে বিশ্বাস না করে mother nature কে বিশ্বাস করা কে আমার কাছে মনে হয় সরল অংকের সঠিক উত্তর টা শুধু পাশের খাতা থেকে দেখে ,মাঝখানে গোজামিল দিয়ে মিলায়ে দেয়া !
#আপনি_জানেন_কি?🤔
Anti diuresis ছাড়াও #ADH এর আরেক টা Function হলো clotting #Factor_VIII এর production বাড়ায়ে দেয়া!
এই কারনে #Hemophilia_A তে যেহেতু Factor VIII এর Deficiency থাকে ,তাই ADH এর synthetic form (#Desmopressin )অনেক সময় Treatment এর জন্য ব্যবহার করা হয়।
তেমনি ভাবে #Sidenafil বা Viagra , যেটা mainly use করা হয় #erectile_dysfunction এ।সেটা কে #Nephrogenic_Diabetes_insipidus এর চিকিতসাতেও ব্যবহার করা হয়ে থাকে।কারন এটা DCT থেকে water reabsorption কিছুটা বাড়িয়ে urine production কিছুটা কমিয়ে দেয়।
No comments