Head-Neck anatomy
Head-Neck anatomy:
Head-neck+ Neuroanatomy নিয়ে প্রশ্ন হয় প্রায় ৭-৮ টা এর মধ্যে হেড নেক থেকে আসে ২-৩ টা ,আর বাকিগুলো নিউরো এনাটমি থেকে আসে । লামলি হেড নেকে অনেকেগুলো প্রশ্ন আছে কিন্তু সবগুলো পড়ার কোনো দরকার নেই যদি হাতে সময় কম থাকে ,কারণ এতগুলো পড়তে যে টাইম এবং ইফোর্ট দিতে হবে সেগুলো যদি অন্য সাবজেক্টে বা টপিকে দেয়া যায় তাহলে সেটা অনেক কাজের হবে বলে আমি মনে করি ।তো এবার চলে যাই মূল আলোচনায় ,
লামলি র যে প্রশ্নগুলো পড়বেন ( পড়ার নিয়ম কিন্তু আগেরমতোই): প্রথমে প্রশ্নের স্টেম তারপর ছবি ,এরপর সময় পেলে মেইন বই ।
লামলি প্রশ্ন ঃ ২৫৮ -৩৭৮ এতগুলো পড়ার কোনো দরকার ই নাই ।
যেগুলোতে গুরুত্ব দিবেন 264,266,267,(vvi),268,269,276,279,280(vvi),283(eita pic dekhe porben kono jhamelai hobe na ),284,285(vvi),288+89 eksathe ,290(vvi),294+295(vvi-march 16),296+298-eksathe,300,301(vvi),303(vvvi),307,308(vvi),309,310(vvI-eta porar time arch pouch er puro chart ta pore felben),312,313(vvi),318+319(eksathe)325(ei q ta ektu vejal ache –jeta ans ache otai poren plus eta porar time e স্নেলের ekta chart ache otao bujhe bujhe pore felben),329+330,331(march 16),332+333,338,339+340,342,343+344(cranial nerve niye boli –অনেকগুলো প্রশ্ন আছে লামলি তে এদের মধ্যে 3,4,5,6,7,9,10 এগুলো পড়লেই হবে ,সবচেয়ে ভালো হয় না পড়লে ,এতগুলো পড়ে মাত্র একটা আসবে ভাগ্য ভালো থাকলে নাও আসতে পারে -আমি যেমন পড়িনাই …. :P –শুধু আগের বছর যে প্রশ্ন গুলো আসছে ওগুলো দেখে গেছি ,তবে হ্যা ৭ নম্বর নার্ভটা ভালো করে পড়তে হবে কোর্স সহকারে + ছবি –একটা পড়লে এটাই পড়বেন ),349(vvi-pic ta dekhben valo kore ),351,356+357(vvi),358+359(thorax eo egula porsen),360+361(pic dekhben),362,364(vvi),365,366,367,368(vvi),369+370,374(vvi),376+377(peripheral parasympathetic ganglion gulo details porar try korben-eta imp)
এগুলো পড়লেই দেখবেন ৬০% হেড-নেক শেষ আপনি টের ও পাননি ।
এবারে গুরুত্বপূর্ণ টপিক গুলোতে চলে যাই ঃ
Foramina of skull diye suru koren (eta imp- jegulo porben obossoi –optic canal,sup orbital fissure(vvi-ekta pic dilam lakh taka dami … :P ,foramen ovale,spinosum,internal acoustic meatus,hypoglossal canal,jugular foramen,foramen magnum,lacerum –egula pic dekhe dekhe visualize korben chokhe bar bar ),scalp layer,importance,artery –ECA+ICA branches,Middle meningeal artery(Lumley q ache ekta),vertebral artery ta details porben,IJV(tributaries),venous sinuses (paired or unpaired j kono ekta porben-pic dekhe),cavernous sinus(specially structures in the lat wall & passing through centre)-details(pic diyechi ekta koti taka dami ),sup saggital sinus,All glands (jevabe porben –structure,blood supply,clinical imp,development )Jegulo porben –pituitary,thyroid+parathyroid gland(ei duita vvi),parotid,submandibular,sublingulal( ei 3 tar –duct coarse,development,nerve supply porlei hobe,sathe structures deep to parotid gland eta porben ekta pic diyechi),sathe peripheral parasympathetic ganglia 4 ta details –ekta pic diyechi ota valo kore dekhben,Tongue ,larynx,pharynx( ei 3 ta eksathe porben –muscle + nerve supply ,tongue er development,papilla)
এই বিষয়টা সামারাইজ করলে যা দাড়ায় শেয়ার করছি কাজে লাগতে পারে …
1. All muscles of tongue(int+extr) supplied by –hypoglossal nerve except palatoglossus-which is supplied by cranial part of accessory via pharyngeal plexus
2. . All muscles of larynx supplied by –recurrent laryngeal nerve except cricothyroid-which is supplied by sup laryngeal nerve.
3. All muscles of palate supplied by – cranial part of accessory via pharyngeal plexus except tensor veli palatini-which is supplied by mandibular division of trigeminal nerve(v3).
4. . All muscles of pharynx supplied by – cranial part of accessory via pharyngeal plexus except stylopharyngeus-which is supplied by glossopharyngeal nerve.
Facial nerve –coarse (vvi),kothay katle ki feature paoa jabe –ekta pic ache dekhben –ami picta genesis er sheet theke poresilam
Egulor sathe pharyngeal arch,pouch er derivatives gulo pore felben ekhane porben then embryology porar time e arekbar porben –eta sudhu portei thakben –khub e imp eta.
Neck theke –subdivisions of ant triangle(only name),carotid triangle(boundry,contents-vvi),post triangle(dekhte paren),muscles of mastication,nerve supply+action(eita ebar asche),neck muscle duita –sternocleidomastoid,trapezius(nerve supply+action),
Carotid sheath(vvi-pic ta dekhe valo kore porben),styloid apparatus a ki ki lig+muscle attachment ache(porte paren),vertebral canal er content porben,Face(development+dangerous area),Paranasal sinus gula-kothay drain kore,nose er dangerous area(littles area),middle ear cavity boundary+relation(pic dekhe),Eyeball er layer,muscles(int+extrnsc)-action,nerve supply,palatine tonsil-artery supply,histology,waldeyer ring,
Horners syndrome(vvvvvvi-ekta pic diyechi),Tracheostomy ta dekhben ektu.
এই মোটামুটি হেড-নেক এনাটমি ,আমি মনে হয় প্রায় ৯৮% কাভার করে ফেলেছি ,কিছু বাদ গিয়ে থাকলে নিজ দায়িত্বে পড়ে নেবেন । টপিক গুলো আপনি আপনার সুবিধামতো যে কোনো জায়গা থেকে পড়বেন সবচেয়া ভালো হয় এমবিবিএস এ যে জায়গা থেকে পড়েছেন সে জায়গা থেকে পড়লে । আমি শুধু আপনাকে গাইডলাইন দিলাম একটা একটা ,বাকি পড়ার কাজটুকু আপনাকেই করতে হবে । সো হ্যাপি রিডিং …..
সকলের জন্য অনেক অনেক শুভকামনা ,নেক্সট পোস্ট আসছে সবচেয়ে কাঠখোট্টা নিউরোএনাটমি নিয়ে ,কথা যেহেতু দিয়েছি অক্ষরে অক্ষরে পালন করার চেস্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের সুবিধার জন্য ছবিগুলো দিয়ে দিলাম ।
Dr.Asad
MBBS (RpMC)
FCPS-part-1(int medicine)
MD-Phase A,Neurology(BSMMU)
No comments