Inferior Extremity:
Inferior Extremity:
গত পোস্টে আপনাদের রেস্পন্স দেখে ভালো লেগেছে ,অনেক অনুপ্রাণিত হয়েছি । আজকে সংক্ষেপে আলোচনা করবো Inferior Extremity নিয়ে ।এটা পড়তে হয় তবে Upper extremity র চেয়ে একটু কম ,আপনারা যখন পড়বেন বা রিভিশন করবেন তখন দুই এক্সট্রিমিটি একসাথে পড়ে ফেলবেন তাহলে পড়তে সুবিধা হবে । এবারো চলুন মূল আলোচনায় যাওয়া যাক ।লামলির প্রশ্ন নং -১৯৯ থেকে ২৫৭। কিছু অবান্তর প্রশ্ন আছে যেগুলো না পড়লেও চলে ।তবে পুরোটা চাইলে পড়তে পারেন ,পড়ার নিয়ম আগের মতোই । নীচের প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন
202,203,204,205,206,207(vvi),208(vvi),209,210,212,214,215,216,218(vvi),219,221(vvi),222,223,225(2016 te asche),225,227-232(knee joint q sobgulo valo kore porben ,ei q gula khub imp),234(imp- pic ta valo kore dekhben artery ta sobar niche thake then vein then nerve superficially thake-vvi),237,2238,240,242,243(vvi),244,247,248,249(ei q ta valo kore porle movement gulo pora hoye jabe),250(vvi),254,255(pic dekhben),257
উপরের প্রশ্নগুলো পড়ার সময় ছবি দেখে দেখে পড়বেন আমার কাছে যেগুলো আছে দিয়ে দিলাম ,চাইলে আরো ডাউনলোড করে দেখতে পারেন ।
কিছু গুরুত্বপূর্ণ টপিকঃ
Knee joint (এটা ভালো করে পড়তেই হবে –লামলিতে অনেকগুলো প্রশ্ন আছে ,প্রতিটি প্রশ্ন বুঝে বুঝে ছবি দেখে পড়ে ফেলবেন ,আপনার যে বই ভালো লাগে সেটা থেকে এটা ডিটেইলস পড়তে পারেন সময় থাকলে , লকিং,আনলকিং,ভালনেরেবল লিগামেন্ট,জয়েন্টের মুভমেন্ট গুলো কোন কোন মাসল করে,মেনিস্কাস,ক্রুসিয়েট লিগামেন্ট এগুলো গুরুত্বপূর্ণ )
Arches of foot( ল্যাটেরাল ,মিডিয়াল আর্চ কিভাবে হয় সব পার্টগুলো,ম্যাট্রিক্সে একটা চার্ট আছে ফ্যাক্টরগুলোর –ছবি দেখলেই ৫০% পড়া হয়ে যাবে)
Femoral sheath,canal,triangle(3 ta eksathe porben –pic dekhe dekhe),Adductor canal,
Greater & lesser sciatic foramen(vvi),Popliteal fossa(agei bolechi)
Lumber plexus,Sciatic nerve (eta valo kore –pic plus coarse),Tibial nerve,common fibular nerve(kontar lesion hole ki hoy-egulo chinta kore porben never memorise this tahole pressure mone hobe),
Femoral nerve,artery,vein(Lumley q,pic),Great saphenous vein,
Movement of joints(knee+hip),Lower limb dermatome,lymphatic drainage .
জেনেসিসের শীটে শেষের দিকে দুটো চার্ট আছে ওগুলো পড়তে পারেন তাহলে গুছানো হয়ে যাবে । আর যে ছবিগুলো দিলাম এগুলো ভালো করে দেখবেন এখানেও অনেক পড়া আছে ,ছবি দেখলে অটো হয়ে যাবে।
এগুলো পড়লেই হবে আশা করি আর বেশি পড়তে চাইলে welcome ….
আসলে পড়াশোনা আমরা সবাই করি , কিন্তু গুছানো ,সাজিয়ে মাথায় রাখা এগুলোই গুরুত্বপূর্ণ বিষয়,এগুলোই হয়তো আরেকজনের চেয়ে আপনাকে এগিয়ে রাখবে যদিও একেকজনের স্টাইল একেকরকম কিন্তু কাজের কাজ হলেই হল ।
সকলের জন্য আবারো শুভকামনা ,এর পরে Abdomen নিয়ে আলোচনা করবো যেটি আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয় ।
No comments