Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

itching

itching


যদি চুলকানি বা itching  এর সাথে #Rash থাকে,তবে সেটা #Primary_Skin_Disease বা স্কিনের নিজস্ব প্রবলেম।
যেমন : Scabies, Eczema etc

আর অন্যদিকে কেউ যদি এসে itching এর কথা বলে, কিন্তু গায়ে কোন Rash নাই। তাহলে সেটা #Secondary কোন organ বা Disease এর কারনে হচ্ছে।
যেমন : #Obstructive_jaundice এ bile salt nerve root এ জমা হয়ে itching করে।
একই ভাবে #CKD তে #Uraemia হয়ে nerve root irritated হয়ে, itching হতে পারে
আরেকটা মজার অসুখ হলো #Polycythemia_Rubra_Vera. এক্ষেত্রে excess RBC বডির immune systems কে stimulate করে এবং #histamine releases করে , এতে itching হয়!
এরা সাধারনত যখন গরম পানি দিয়ে গোসল করে, তখন চুলকানি টা বেশি হয়! কারণ এসময় Histmine বেশী Release হয়।

No comments

Theme images by follow777. Powered by Blogger.