itching
itching
যদি চুলকানি বা itching এর সাথে #Rash থাকে,তবে সেটা #Primary_Skin_Disease বা স্কিনের নিজস্ব প্রবলেম।
যেমন : Scabies, Eczema etc
আর অন্যদিকে কেউ যদি এসে itching এর কথা বলে, কিন্তু গায়ে কোন Rash নাই। তাহলে সেটা #Secondary কোন organ বা Disease এর কারনে হচ্ছে।
যেমন : #Obstructive_jaundice এ bile salt nerve root এ জমা হয়ে itching করে।
একই ভাবে #CKD তে #Uraemia হয়ে nerve root irritated হয়ে, itching হতে পারে
আরেকটা মজার অসুখ হলো #Polycythemia_Rubra_Vera. এক্ষেত্রে excess RBC বডির immune systems কে stimulate করে এবং #histamine releases করে , এতে itching হয়!
এরা সাধারনত যখন গরম পানি দিয়ে গোসল করে, তখন চুলকানি টা বেশি হয়! কারণ এসময় Histmine বেশী Release হয়।
No comments