Wolf_Parkinson_White_Syndrome💔💔
#Wolf_Parkinson_White_Syndrome💔💔
এক চুমুকে শেষ করে ফেলুন।
Normally #Atrium থেকে Electric impulse #Ventricle এ যায় AV node দিয়ে ।কিন্তু #Wolff_Parkinson_White syndrome এ Atrium থেকে Ventricle এ একটা চোরাই পথ থাকে। যেটা কে বলে #Accessory_pathway !এমনি তে Electric impulse Av node দিয়ে যাবার সময় filter হয়ে যায়। অর্থাত সব impulse যেতে পারে না। Passport দেখায়ে ঢুকতে হয় Atrium থেকে Ventricle এ। কিন্তু চোরাই পথে সে সব বালাই নাই। তাই SA node এর impulse Directly চোরাই পথ দিয়ে Ventricle এ চলে যায়। এতে #Ventricular_rate বা Heart Rate যায় বেড়ে।
এমনি তে HR কমাতে আমরা #Ca_channel_blocker আর #Digoxin দিয়ে থাকি। এরা সাধারনত #AV_node দিয়ে electrical impulse যাওয়া কমিয়ে দেয়।
কিন্তু WPW syndrome এ এই Drug দিলে AV node দিয়ে impulse pass হওয়া কমে যায়। বিপদ টা ঘটে এখানেই।
যেহেতু একটাAccessory চোরাই pathway আছে Atrium and Ventricle এর মাঝে , তাই Av node দিয়ে যারা ঢুকতে পারছিল না, তারা চোরাই পথ দিয়ে সাই সাই করে ঢুকতে শুরু করে । ফলে Ventricular rate আরো বেড়ে যায় । এক সময় vetricle শুধু কাপতে থাকে । কোন Effective contraction সে করতে পারে না।এটা কে #Ventricular_Fibrillation বলে।
No comments