Insulin_Resistance_Syndrome
#Insulin_Resistance_Syndrome ❤️💚
জগতে অনেক খারাপ জিনিস আছে। তাদের মধ্যে #Central_Obesity is a Demon 😈! আমাদের intra abdominal যে Fat গুলো থাকে , সেগুলো ভেঙ্গে নিয়মিত #Free_Fatty_acid তৈরী হতে থাকে। FFA আবার Glucose এর সাথে #compete করে Muscle এ ঢোকার জন্য । যার ফলে Insulin থাকা সত্ত্বেও Glucose ভেতরে ঢুকতে পারে না তেমন। বরং Blood Glucose বেশি থাকার জন্য Insulin secretion আরো বাড়তে থাকে।অর্থাত #Hyperinsulinemia হয়!কিন্তু FFA এর কারনে এই glucose লেভেল তবুও কমাতে পারে না।যার ফলে Blood Glucose বাড়তে থাকে।
আবার এই FFA গুলো #Portal vein দিয়ে liver এ চলে যায়। সেখানে গিয়ে #Gluconeogenesis এর মাধ্যমে FFA থেকে নতুন Glucose তৈরী হয়। এর ফলে Blood Glucose লেভেল আরেক দফা বাড়ে।
আর Free Faty Acid গুলো Fat বা লিপিড হিসেবেও জমা হতে থাকে Liver এ! যাকে বলে #Non_Alchoholic_Fatty_Liver_Disease .
এই Free Fatty acid থেকে একসময় Acetyl coA then #Cholesterol তৈরী হয়। Liver থেকে সেটা LDL হিসেবে এসে জমা হয় Blood vessel এ। সাথে Blood এ cholesterol এর পরিমান বাড়তে থাকে যেটা কে আমরা বলি #Hyperlipidemia ! শুরু হয় Atherosclerosis । vessel সরু হয়ে যাবার কারনে Develop করে #Hypertension ।
এছাড়া কেউ যদি inactive বা sedentary life lead করে। তাদের ক্ষেত্রে insulin ভাল কাজ করে না। Even Exercise এর সময় গ্লুকোজ, কোষের ভেতর GLUT-4 দিয়ে এমনি ঢুকতে পারে insulin এর সাহায্য ছাড়াই ।তাই inactive থাকলে Blood Glucose এর পরিমান বাড়তে থাকে। এবং সেই extra Glucose গুলো কে কোষের ভেতর ঢোকাতে বাড়তি insulin এর দরকার হয়। তাই inactive মানুষের insulin বেশি লাগে Blood glucose কমাতে।
আমরা এতক্ষন যে সব Clinical features গুলো পেলাম ।তারা হলো,
👉Hyperglycaemia
👉Hyperinsulinemia
👉 Hyperlipidemia
👉Increased LDL
👉Non Alcoholic Fatty liver Diseases
এই symptoms গুলোর সাথে অনেক সময় জেনেটিকালি assciated একটা রোগ থাকে! যেটা হলো
👉Polycystic Ovarian Syndrome (PCOS)
উপরের সব Abnormalities গুলো কে একসাথে বলে,
#Insulin_resistance_Syndrome বা #Metabolic_Syndrome
এটা একটা টেরিবল কন্ডিশন। শরীরের সব মেটাবলিক and hormonal system একে একে fall করতে থাকে। Ultimately জীবনের সময় সীমা কমে আসে। একসময় মারা যায়। মানুষ বলে Stroke করে মারা গেছে, Heart Attack করে মারা গেছে। কিন্তু Stroke আর MI হলো কেন এইটা কেউ বলে না!
কাউকে কি আমরা বলতে শুনেছি যে সে Insulin resistance syndrome এ মারা গেছে?
No comments