#Renal_Glycosuria_&_ #Alimentary_Glycosuria
#Renal_Glycosuria_&_ #Alimentary_Glycosuria ❤️
Blood এ একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি glucose থাকলে সেটা kidney দিয়ে urine এর সাথে বের হয়ে যায়।এটাকে Glycosuria বলে। সাধারনত Glucose conc যখন 180mg/dL এর চেয়ে বেশি হয় তখন Glucose বের হতে শুরু করে urine দিয়ে।
কোন কারনে যদি #Kidney , Glucose conc 180 mg /dL এর আগেই Glucose filter করে Urine এ পাঠাতে শুরু করে , তাহলে সেটাকে বলে #Renal_Glycosuria !
অর্থাত Blood Glucose লেভেল normal কিন্তু kidney তারপর ও Glucose urine এ পাঠিয়ে দিচ্ছে। অর্থাত এক্ষেত্রে Kidney এর Glucose Filter এর #Threshold কমে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই এটা #Genetic problem !
Alimentary Glycosuria হলো, কোন কারনে খাবার পরে যদি স্বল্প সময়ের মধ্যে বেশি পরিমান Glucose absorption হয়। এবং concentration 180 mg/DL এর বেশি হয়ে যায়। সেক্ষেত্রে খাবার পরে Glucose Urine দিয়ে বের হওয়া শুরু করে।
যেমন #Gastrectomy করলে সব খাবার Direct small intestine এ চলে যায়। এবং যার কারনে Glucose হুট করে বেশি absorption শুরু হয়ে থাকে। এবং সেটা urine দিয়ে বের হতে থাকে।
এটাই Alimentary Glycosuria!
অর্থাত ❤️ #Normal_Blood_Glucose + Urine এ Glucose = Renal Glycosuria
আর
💚#Sharp_Elevation of Blood Glucose level #after_Meal + Glycosuria after Meal =Alimentary Glycosuria
No comments