Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Arrythmia

Arrythmia


যেকোন Arrythmia তে দুই ধরনের Abnormality থাকতে পারে ।
প্রথমটা হলো #Rhythm এ সমস্যা।অর্থাত Heart Rate Regular না।
দ্বিতীয়ত, #Rate এ সমস্যা । যেমন  Heart rate অনেক বেশি।

Rhythm কে control করতে বা Regular করতে আমরা দিয়ে থাকি #DC_Shock !

আর Rate কমাতে #AV_node এর ভেতর দিয়ে যাওয়া electric impulse এর conduction speed কে কমাতে হবে।
আমরা জানি AV node এর conduction Speed কমায় Beta Blocker , Ca channel Blocker ,Adenosine etc Drug !

এখন একটা #Atrial_Fibrillation এর Patient যখন আমার কাছে আসবে তখন তার Rhythm থাকবে  Irregular !

তার মানে কি তাকে আমি DC shock দিয়ে দিবো?

অবশ্যই  না।

কারন Atrial Fibrillation এ Atrium এর ভেতর Blood Stasis হয়ে #Thrombus form করে। সেই অবস্থায় যদি Shock দেয়া হয়, তাহলে Thrombus টা ভেঙ্গে ছোট ছোট টুকরো হয়ে যায় । এবং এই ছোট টুকরো গুলোই ছোট ছোট vessel যেমন Coronary Artery block করে ফেলে। যার ফলাফল MI .
তাই Atrial Fibrillation এর একটা patient কে আমার আগে #Anticoagulant দিতে হবে।সেই জমে থাকা thrombus কে গলিয়ে ফেলতে । এবং তারপর আমরা মনের সুখে DC shock দিবো!

No comments

Theme images by follow777. Powered by Blogger.