Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Plab 2 experience

 




#plab2experience 

#how_to_deal_with_fail


পোস্ট লিখতে বসেছি, 

আড়াই বছর ধরে এই পোস্ট লিখার অপেক্ষায় ছিলাম- 

পাশ করে লিখবো, 

"আলহামদুলিল্লাহ, I passed plab 2."


 এতো মাসের জমানো কথা, তার উপরে এইটাই আমার প্রথম পোস্ট এই গ্রুপে,  পোস্টটা বড় হবে বৈ কি.. 


শুরুর চিন্তা ছিলো, OET থেকে শুরু করে প্লাব পাশ পর্যন্ত লিখবো - আমার এক্সপেরিয়েন্স। 

আজকে মনে হচ্ছে, যুদ্ধ জয়ের গৌরব গাথা অনেক আছে এই গ্রুপে, 

যেগুলো পড়ে পড়ে সবাই স্বপ্ন সাজায়। 

কিন্ত প্রথম প্রচেষ্টায় প্লাব ২ ফেইল করে স্বপ্ন ভঙের ধাক্কা সামলানোর উপায় নিয়ে এই গ্রুপে তেমন কোনো বিশদ পোস্ট নাই৷

 (দ্বিতীয় বারে পাশের গল্প আছে অবশ্য, ফেইলের গল্প নাই)


 ফেইল করা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে পোস্ট না থাকার কারণ - সম্ভবত মানুষের সহজাত প্রবৃত্তি।

 মানুষের প্রবৃত্তিই হলো- একা একা দুঃখ বিলাস করা, 

মানুষ celebration করে সবাইকে সাথে নিয়ে, হাতে তালি দিয়ে, কেক কেটে, 

কিন্তু দুঃখের  সময়ে কান্না শুরুর আগে ঘরের দরজাটা বন্ধ করে নেয় যাতে কেউ না দেখে। 


প্লাব ২ ফেইলের ধাক্কা স্বাভাবিকের চেয়ে  বড় করে লাগার কারণ হলো, 

"ফেইল করে যেতে পারি" এই ধারণা সবারই থাকে, 

কিন্তু "ফেইল আমি করবোই" এমন বিশ্বাস কেউই করে না। 

এমন বিশ্বাস না করারও কারণ আছে। 

ফাইনাল প্রফে স্যার আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, অর্থাৎ আপনার পরীক্ষা ভালো হয় নাই৷ 

কিন্তু প্লাব স্টেশনে পেশেন্ট আপনাকে  "Thank you" দিয়ে শেষ করেছে,

 হতেও পারে, আপনি সেই স্টেশনে সর্ব সাকল্যে সব ডোমেইন মিলিয়ে মাত্র ১ বা ২ মার্ক পেয়েছেন৷ 

(বানিয়ে বলছি না, অনেক মানুষ আসলেও জানেই না যে সে কেনো ফেইল করলো, সেটা নিয়ে সামনে লিখবো)। 


যারা এতদূর পর্যন্ত এই বোরিং পোস্টটি পড়েছেন, তাদের জন্য বলছি, পোস্টের বাকি অংশ নিজের উপলব্ধি থেকে লিখা, সবার সাথে নাও মিলতে পারে.. 


পরীক্ষার দিন থেকে রেজাল্ট আসতে সময় লাগে ৪ সপ্তাহ। 

আপনি যদি স্বপচারী মানুষ হয়ে থাকেন, এই দিনগুলো আপনার জন্য nightmare হতে পারে। কারণ খারাপ করা স্টেশন গুলাই বারবার মাথায় আসে।


সম্ভবত কোনো এক বুধবার আপনার রেজাল্ট দিবে। 

যদি রেজাল্ট খারাপ আসে কি করবেন?? 

রেজাল্ট খারাপ হলে, বেশ কিছু কাজ করতে পারেন.. 


প্রথমত রেজাল্টের দিনে একা না থাকা, Go with friends or family, spend time with whom you are psychologically comfortable. 

নিজে একা থাকলে হাজারো চিন্তা আসবে যা কোনো কাজের না। 

আপনি যদি আমার মত ভাগ্যবান হন, বন্ধু হিসেবে  Md Muktadir Adnan  কে খুজে পাবেন। 

ফেইল করার পরে যখন ওকে জানালাম, ওর প্রথম কথাই ছিলো, "আগে এদিকে আয় (ও তখন Manchester এ, সদ্য পাশ করেছে) পরে কথা হবে" 

ফেইল করার সপ্তাহে অর্ণব আর হৃদিতা যে মানষিক সাপোর্ট দিয়েছে তা অনবদ্য। 

আশাতীত সাপোর্ট পেয়েছি, যাদের সাথে প্রথমবার প্রাকটিস করেছি, তাদের থেকে।

 সে সাপোর্ট দেয়ার পার্ট টা tricky ছিলো অনেক। 

 কারণ একই সাথে প্রিপারেশন- আমি ফেইল, তারা পাশ। মানষিক উদারতা ছাড়া এমন সময় সহপাঠীদের Success মেনে নেয়া কঠিন। 

Priyanka Debnath যেকোনো সময়, যেকোনো help করার জন্য প্রস্তত আছি" বলে জানিয়েছিলো। 

আমিও (না জেনে) বিবাহের কন্যাকে ডিস্টার্ব করেছি সময়ে অসময়ে। মেয়েটা কখনও বলেনি, ব্যস্ত আছি, একটা বারের জন্যও না। 

Ameena Rahman, Sabrina Linda আর Wasee Hasinul  ভাই কে প্রয়োজনে তো বটেই, মন খারাপের সময় অপ্রয়োজনেও  নক দিয়েছি রাতের তিনটা চারটায়।  

তাদের ডিস্টার্ব করাটাকে অধিকারের অন্তর্ভুক্ত করে নিয়েছিলাম। 

কৃতজ্ঞ তাদের সবার প্রতি- মুখে বলি নি কখনো যদিও। 

  

আপনার এরকম সাপোর্ট খুজে বের করতে হবে Mentally ঠিক থাকার জন্য। হতে পারে সে সাপোর্ট spouse, friends বা parents. Whoever is,  Support is important.  


সাপোর্ট খুজে  পাওয়ার প্রতিবন্ধকতা হলো, 

আপনি যার সাথে দুঃখ শেয়ার করছেন, সে হয়তো আপনার struggle ধরতেই পারছে না।  কারণ, 

"মেডিকেল স্টুডেন্ট হিসেবে ফেইল বড় ব্যাপার না, সুতরাং এতো মন খারাপের কি আছে?" সাধারণ  মানুষের এই ধারণা অমূলক না৷ 

 কিন্ত প্লাবের জন্য সেই Language test থেকে প্লাব ১ হয়ে ভিসা, সব টা মিলায়ে আপনার কাঠ খড় পোড়ানোর ইতিহাস জানা থাকলে সে সহজেই ধরতে পারবে, what you are going through.. 


অনেকে মানুষকে জানাতে চান না, যে ফেইল করেছেন, বিষয়টা ব্যক্তিগত। 

আমার মতে, জানিয়ে দেয়া ভালো। কারণ আশেপাশের মানুষজন আপনাকে এখন-তখন প্রশ্ন করবে, রেজাল্ট কি?  যতদিন পর্যন্ত , যতবার, আপনাকে এই প্রশ্ন করা হবে, ততবার আপনার মন খারাপ হবে। 

দুঃখের অতল তলে থাকার সময়, I mean প্রথম দিনেই জানিয়ে দিলে পরে আর কেউ জিজ্ঞাসা করে না। 


যারা এতো দূর পর্যন্ত পড়েছেন, তাদের জন্য একটা Golden tip. 

"NEVER EVER take any DECISION when you are SAD/ EMOTIONALLY UNSETTLED."

ভুল সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা শতভাগ। 


এখানে ভুল সিদ্ধান্ত বলতে আমি বোঝাচ্ছি,

 নিজেকে যাচাই না করেই আবার সীট বুকিং দেয়া বা রেজাল্ট পর্যন্ত UK থেকে, রেজাল্টের পরে mental peace খোজার জন্য UK থেকে দেশে ব্যাক করা। 

এরকম যেকোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ঠান্ডা মাথায়, প্লাব ফেইল করার পরে যা থাকে না৷ 


মাথা ঠান্ডা হলে কীভাবে আবার শুরু করবেন, তা নিয়ে লেখাটা জরুরী মনে করি.. 


কাল বা পরশু বলবো সে কথা...


#plab2experience 


#how_to_deal_with_fail 


প্লাব ২ নিয়ে আমার দ্বিতীয় পোস্ট, 


প্লাব ২ ফেইল করার পরে মাথা ঠান্ডা করে কীভাবে আবার শুরু করবেন তা নিয়ে লিখছি আজকে... 


মাথা ঠান্ডা করার পরে আপনার কি করা উচিৎ-

তা নির্ভর করবে মোটা দাগে দুইটা বিষয়ের উপরে ( provided you are financially sorted) 


১) আপনি কোথায় আছেন, বাংলাদেশ নাকি UK? 

২) আপনার আসলে প্রিপারেশনে কতটুকু ঘাটতি আছে?  


আপনি যদি দেশে চলে আসেন প্রথমবার এক্সাম দেয়ার পর পরই , 

সেক্ষেত্রে its up to you আপনি তাড়াতাড়ি পরীক্ষা পাশের ব্যাপারে desperate হবেন, কি হবেন না। 

কারণ দেশে you have the home ground advantage, দেশে থাকতে আপনার খরচ বা পরিবার পরিজন সব কিছু sorted. এক্সট্রা প্রেশার নেয়া, না নেয়া আপনার উপর। 


যদি রেজাল্ট পর্যন্ত UK তে থেকে যান,

 My solemn opinion is

 দ্বিতীয় বার attempt না নিয়ে দেশে back করবেন না। 


জানি অনেকেই ভাবছেন, 

চাইলেই কি দ্বিতীয় বার পছন্দমত সীট পাওয়া যায়? 


উত্তর হলো, যায়। 


আমিসহ আরো অনেকেই পেয়েছি, শুধুমাত্র বারবার রিফ্রেশ করেই। 

হয়তো exact date নাও মিলতে পারে, কিন্তু "কাঙ্ক্ষিত ডেইটের" এক দুই সপ্তাহের সামনে বা  পেছনে সীট পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রায় সবাই পায়।

Try your luck and 

believe me, আপনি আল্লাহর যতই নাফরমান বান্দা হন না কেনো, আল্লাহ আপনাকে ছেড়ে যান নি, কখনই, এসময়ে এমন বিশ্বাস রাখাও জরুরী। 


সীট বুকিং দেয়ার আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, 

আপনি ঠিক কতটা সময় নিবেন, দ্বিতীয় বার প্রিপারেশন নেয়ার জন্য, তা নির্ধারণ করা। 


কিভাবে প্রিপারেশনের সময় নির্ধারণ করবেন, সে ব্যাপারে বলি.. 


আপনাকে নিজের প্রতি unbiased হতে হবে৷ 

Its difficult. 

Believe me its difficult..  


নিজের ভুল ধরা খুব কঠিন। 

আর প্লাবের ক্ষেত্রে তা আরো কঠিন কারণ, এখানে কোনো প্রতিষ্ঠিত মানদন্ড নাই, ঠিক বা ভুলের। 


"আমি সব পারি বা পারতাম, বা আমার পরীক্ষা ভালোই হয়েছে তারপরও ফেইল করেছি"- এমন ধারণা প্রচুর মানুষের আছে যারা ফেইল করে। 


আপনি হয়তো আসলেও জানেন অনেক বা বলতেও পারেন ভালো, খুব সুন্দর করে গুছিয়ে.. 

কিন্তু এত কিছুর পরেও যদি ফেইল করেন এর অর্থ হচ্ছে, 

 আপনার সব কিছু জিএমসি'র মন মত হচ্ছে না। 

আপনার "দেওয়া" আর জিএমসি'র "চাওয়ার" মধ্যে ফারাক আছে।


নিজেকে ঠিক ধরে, জিএমসি'র ভুল বের করে লাভ নাই। 

"জিএমসি' উল্টা পাল্টা মার্কিং করে বা প্লাব একটা ফালতু পরীক্ষা" এমন আক্ষেপ আমি সাপোর্ট করি- "শুধুমাত্র মনোকষ্ট কমানোর জন্য।"

মনোকষ্ট কমানো ছাড়া, এমন ধারণা অন্তরে লালন আপনাকে নিজের প্রতি biased করে দিতে পারে, ফলে নিজের ভুলটা (বা More accurately জিএমসি'র চোখে ঠিক টা) দেখতে পারবেন না। 

কারণ দিন শেষে আপনি জিএমসির কাছে যাচ্ছেন, জিএমসি আপনার কাছে আসছে না। তাই জিএমসির মত করেই চলতে হবে।


সুতরাং দ্বিতীয় বার সীট বুক করার আগে নিজেকে unbiased way তে criticise করে নেয়া জরুরী। 


Unbiased way তে নিজেকে criticism করা- যাদের কাছে এখনো  বায়বীয় মনে হচ্ছে, তাদের জন্য abstract কথা ছেড়ে materialistic কথা বলি- 


আপনি আপনার রেজাল্ট শীট টা খুলে মার্ক শিটের দিকে নজর দিয়ে, চিন্তার জগৎে চলে যান। 

ফিরে যান সেই এক্সামের হলে - আপনি কি কি History নিয়েছেন, কি কি management দিয়েছেন, আপনার empathy and confidence ক্যামন ছিলো, 

রেজাল্টের মার্কের সাথে আপনার পারফর্মেন্স মিলিয়ে দেখেন, 

জিএমসি কোন স্টেশনে আপনার কোন কথা পছন্দ করেছে, 

কোন কথায় মার্ক আসে নি, 

কোন approach কে বেশি মার্ক দিয়েছে- 


চোখ বন্ধ করে এসব বের করতে পারলে যে অন্তঃদৃষ্টি পাবেন- ধরে নিতেই পারেন এই অন্তঃদৃষ্টির দামই ১ লাখ টাকা। প্রথম বারের ফেইল থেকে আপনি এই অমূল্য অন্তঃদৃষ্টি লাভ করতে পারবেন, যা একজন first timer কখনই পাবে না। 


Unbiased way তে নিজেকে criticism এর, এর চেয়ে ভালো উপায় নাই। 


সে criticism এর মাধ্যমে আপনাকে বের করতে হবে.. 

- I have this lacking ( difference from what GMC wanted) 

- In this way (find out a way), I can overcome this

- to overcome this, I need this amount of time. 


এতটুকু homework করে সীট বুক করে দিন... 


(ভয় দেখানোর জন্য বলছি না, প্রচুর ক্যান্ডিডেট দ্বিতীয় বার attempt নিয়েও ফেইল করেন।  দ্বিতীয় attempt এ ফেইল করার অন্যতম প্রধান কারণ হলো- প্রথম attempt এ কি ভুল হয়েছিলো, সেটা না ধরেই দ্বিতীয় বারের seat বুক করে প্রিপারেশন শুরু করা। 

 আমি দ্বিতীয় বারে যাদের সাথে প্রাক্টিস করেছি তাদের মধ্যে অনেকেই দ্বিতীয় বারেও আবার ফেইল করেছে. 

 আশার কথা -এর মধ্যে বাংলাদেশী কম)


সীট বুক হয়ে গেলে দ্বিতীয় বারে প্রিপারেশনের যাত্রা শুরু.. 




No comments

Theme images by follow777. Powered by Blogger.