Aldosterone
Aldosterone_টুকিটাকি💚❤️
👨🏻⚕️: pocket এ দুইটা কলম কেন?একটা কলম দিয়েও তো কাজ চলে!
👩🏻⚕️: Sir emergency কাজে লাগতে পারে তাই!
👨🏻⚕️: Ok মানব দেহে #Emergency_hormone কয়টা!এবং কি কি?
👩🏻⚕️: স্যার দুইটা! #Aldosterone এবং #Parathyroid !
👨🏻⚕️: Aldosterone কেন Emergency hormone ?
👩🏻⚕️: কারন Aldosterone শরীরে #Na_absorption করে ! আর সাথে #absorption করে #water ! আবার বডি থেকে বেড় করে দেয় K আর H !তাই এর #অভাবে #hyponatremia আর #hypovolemia হয়! আর K আর H বডিতে retention হবার জন্য হয় #Hyperkalemia এবং #Acidosis !যেটা life এর জন্য খুবই বিপদজনক!
👨🏻⚕️: এই অবস্থা কে কি বলে? যদি সাথে cortisol deficiency ও থাকে?
👩🏻⚕️: Sir #Addison_Disease !
👨🏻⚕️: একটা #infective cause এর নাম বলো যেটাতে Addison Disease হয়!
👩🏻⚕️: #Adrenal_Tuberculosis !
👨🏻⚕️: আর যদি Aldosterone বেশি ক্ষরণ হয়?
👩🏻⚕️: স্যার এটা কে বলে #Primary_hyper_Aldosteronism !বা #Conns_Syndrome !
👨🏻⚕️: Conns syndrome এ কি হয় তাহলে?
👩🏻⚕️: স্যার Addison এর উল্টা টা! অর্থাত #Water_retention হয়! #Hypernatremia হয়! যে জন্য হয় #hypertension !আবার K আর H loss হবার জন্য হয় Hypokalemia আর Alkalosis !
👨🏻⚕️: আচ্ছা বলতো Conns syndrome এ কি #oedema হয়?😉
👩🏻⚕️: জ্বি না স্যার! কারন #Excess_water গিয়ে #Right_Atrium এ pressure দেয়! আর তখন Right Atrium এর wall থেকে একটা #Hormone_release হয়! যার নাম #Atrial_natriuretic_peptide বা ANP ! এই ANP kidney এর উপর কাজ করে excess Na আর water বেড় করে দেয়! যাকে #Natriuresis আর #Diuresis বলে! এই জন্য excess water জমে আর oedema হবার সম্ভবনা থাকে না! এই ঘটনা কে বলে #Aldosterone_escape
👨🏻⚕️: আচ্ছা যদি pituitary gland কেটে ফেলা হয় তবে কি হবে Aldosterone এর?
👩🏻⚕️: স্যার,pituitary কেটে ফেললে ACTH আর ক্ষরন হবে না! তাই Cortisol আর release হবে না! কিন্তু Aldosterone secretion ঠিকই থাকবে! এর কারণ হলো Aldosterone secretion প্রধানত depend করে #Renin এর উপর! ACTH এর উপর নয়!
👨🏻⚕️: মা রে একটা প্রশ্ন ও কি তুই না পেরে থাকতে পারিস না?Student সব পারলে exam নেবার মজাই থাকেনা!😳
👩🏻⚕️: স্যার থামবো! যখন আপনি বলবেন Honours !😉
👨🏻⚕️👨🏼⚕️: ঠিক আছে যাও মা! তুমি honours ! আর পরের গাধা টাকে পাঠায়ে দাও!😞😩
(any quesn from aldosterone is cordially accepted )
No comments