Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

cortisol

cortisol❤️


👨🏻‍⚕️: এই মেয়ে, তুই এতো শুকায়ে গেছিস কেন?

👩🏻‍⚕️: স্যার, বুঝতেই তো পারছেন প্রফ!প্রফের মধ্যে stress নিতে হয় অনেক!

👨🏻‍⚕️: stress নিলে মানুষ শুকিয়ে যাবে কেন?

👩🏻‍⚕️: কারণ স্যার #stress এর সময় #ACTH hormone secrete হয়! সেই ACTH গিয়ে কাজ করে Adrenal cortex এ! এবং #Cortisol release করে! stress কাটায়ে ওঠার জন্য দরকার হয় ready made energy এর! cortisol তাই #glycogen ভেঙ্গে blood এ glucose বাড়ায়ে দেয়! হাত ও পায়ের fat ভেঙ্গে free fatty acid তৈরী করে energy হিসেবে use এর জন্য!এবং #protein ও ভাংতে থাকে হাত ও পায়ের Amino acid release করে energy তৈরীর জন্য! তাই এই ক্ষেত্রে blood ভরা থাকে energy এর কাচামাল! কিন্তু হাত পায়ে আর Fat ,protein ,glycogen যথেষ্ঠ থাকেনা! তাই মানুষ stress এ শুকিয়ে যায়! এই কারনেই cortisol কে stress hormone বলে!

👨🏻‍⚕️: nice explanation ! বলতে পারবি  Blood cell এবং lymphatic organ এর উপরcortisol এর function কি?

👩🏻‍⚕️: স্যার সব কিছু কমাবে শুধু ৩ টা জিনিস বাড়াবে
যথা, #RBC, #Neutrophil  এবং #Platelet এই ৩ টা শুধু বাড়বে!
আর অপর দিকে,
#lymphocyte এর apoptosis করবে তাই count decrease হবে!
-#Thymus এবং Lymphnode এর size ও কমাবে তাই
T lymphocyte আর সেভাবে তৈরী হতে পারবে না!ফলে immunity কমবে!
-এছাড়া #Interleukin এর release যথেষ্ঠ পরিমান কমায়ে দেয় cortisol !

👨🏻‍⚕️: আচ্ছা আমরা তো সব সময় বলি cortisol একটা #antiinflammatory_hormone ! বলতে পারবি কিভাবে এটা inflammation prevent করে?

👩🏻‍⚕️: জ্বি স্যার! প্রথমে এটা neutrophil এবং macrophage এর মধ্যে যে #lysosomal membrane আছে, সেটাকে Stabilize করে! তাই lysosomal enzyme বেড় হয়ে কোন tissue destruction বা inflamation করতে পারেনা!
-এছাড়া এটা #capillary permeability একদম কমিয়ে দেয়! যার কারনে inflammation এর exudate আর তৈরী হতে পারে না!
-inflammation হতে হলে WBC কে stimulus এর ওখানে যেতে হয় বা migrate করতে হয়!এই #migration টা prevent করে cortisol !
- এছাড়া এরা টিশু ফসফোলিপিড থেকে Arachidonic acid এর release কমিয়ে দেয়! যার কারনে তার থেকে তৈরী হওয়া leukotrienes, thromboxane আর prostaglandin যেগুলো inflammation এর জন্য খুবই দরকার,এগুলোর পরিমান ও কমে আসে! তাই inflammation কম হয়!

👨🏼‍⚕️: কিয়া বাত! অনেক সুন্দর বলেছো মা!তুমি কি বলতে পারবে অনেকে Steroid খায় সুন্দর হবার জন্য!mechanism টা কি?

👩🏻‍⚕️: স্যার আগেই বলেছি cortisol সাধারনত #proteolysis করে! তাই skin এর protein break down এর ফলে skin পাতলা হয়ে যায়! তাই একটা টান টান shinny appearance আসে!

👨🏼‍⚕️: আচ্ছা মা last quesn এর ans টা দিয়ে যাও!
তোমার দুইটা adrenal coetex যদি আমি কেটে দেই, তাহল কি তোমার skin এর কোন প্রবলেম হবে?

👩🏻‍⚕️: অবশ্যই স্যার! adrenal cortex কেটে দিলে আর blood এ cortisol থাকবে না!#pituitary gland এর ভেতর দিয়ে blood যাবার সময়pituitary দেখবে cortisol একদম নেই! তাই সে Adrenal cortex কে stimulate করে cortisol release এর জন্য #ACTH release করা শুরু করবে! ACTH stimulate করার জন্য Adrenal cortex আর খুজে পাবেনা! ওদিকে pituitary আরো ACTH পাঠায়ে দিবে! এই ACTH তারপর stimulate করা শুরু করে #Melanocyte_Stimulating_Hormone (MSH ) কে! যার ফলে তৈরী হয় মেলানিন! সেগুলো ত্বকে জমা হয়ে কালো ছোপ ছোপ তৈরী করে! মেছতা বলে এটাকে যখন গালে হয়!

👨🏼‍⚕️👨🏻‍⚕️: মারে অনেক stress নিছো!যাও !বেশি stress নিলে আরেক টা কাজ হয়! cortisol মাথার চুল ফেলে দেয়! কিন্তু মুখে মেয়েদের দাড়ি গজায়ে দেয়! একে #Hirsuitism বলে! Break up হলে লক্ষ্য করবা চুল পরে 😖!  praiseworthy performance ❤️

No comments

Theme images by follow777. Powered by Blogger.