Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Seromarkers of hepatitis viruses:

Seromarkers of hepatitis viruses:


Classical hepatitis virus ৫টি- A, B, C, D, E. এর ভিতর D কখনো একা ইনফেকশন করতে পারে না। অন্য চারটি ভাইরাসের seromarkers সহজে উপস্থাপন করা হলো-

Hepatitis A, C, E এর আগে 'anti' কথাটা বসিয়ে দিলেই তাদের seromarker হয়ে যাবে। যেমন- anti-HAV, anti-HCV, anti-HEV.

যেহেতু A and E ভাইরাস chronic infection করে না, তাই তাদের বিরুদ্ধে IgM antibody দেখে যাচাই করতে হবে acute infection হয়েছে কিনা। তাই তাদের seromarker এর পূর্ণ নাম anti-HAV IgM and anti-HEV IgM.

C virus এর ক্ষেত্রে IgM and IgG দুইটাই গুরুত্বপূর্ণ। তাই তার seromarker anti-HCV লিখলেই যথেষ্ট।

এইবার আসা যাক B virus এর কথায়। তার তিনটা antigen এবং তাদের বিপরীতে তিনটা antibody. Antigen গুলো হলো s (HBsAg), e (HBeAg) এবং c (HBcAg). তাদের বিরুদ্ধে antibody হলো anti-HBs Ab, anti-HBe Ab এবং anti-HBc Ab.

HBc antigen রক্তে পাওয়া যায় না, তাই সেটা টেস্ট করা হয় না, তবে এর বিরুদ্ধে antibody সবসময় পাওয়া যায়। তাই anti-HBc এন্টিবডি window period এ খুব গুরুত্বপূর্ণ।

 B virus এর ভ্যাক্সিনে শুধু s antigen ব্যবহার করা হয়, তাই vaccinated person এর রক্তে শুধু anti-HBs Ab পাওয়া যায়।

No comments

Theme images by follow777. Powered by Blogger.