Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

hemorrhage

Hemorrhage

অপারেশনের সময় রক্ত যায়, এক্সিডেন্টের সময় রক্ত যায় - এই গুলোকে Primary Hemorrhage বলে । এই কন্ডিশনের পরে ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো ব্লিডিং হয় সেটাকে Reactionary Hemorrhage বলে। এটার কারন হলো- যদি হঠাৎ প্রেশার বেড়ে যায়, যদি কোনো সেলাই করা রক্তনালী খুলে যায়, অথবা কোনো clot খুলে গেলে। রিএকশনারী ব্লিডিং হয় যে সব অরগানে- দুইটা গলায়, দুইটা তলায়।।

গলায়- Tonsilectomy,  Thyroidectomy
তলায়- (Prostatectomy, Hemorrhoidectomy

আর যদি এক্সিডেন্ট বা অপারেশনের সপ্তাহ পরে যদি ব্লিডিং হয়, তাকে Secondary Hemorrhage  বলে। এটার প্রধান কারন ইনফেকশন অথবা ক্যান্সার।। 

থাইরয়েড অপারেশনের পর যদি রোগীর হঠাৎ করে রোগীর শ্বাসকষ্ট হয় তাহলে প্রথমেই চিন্তা করতে হবে Reactionary Hemorrhage । তাহলে প্রথম কাজই হবে- সমস্ত ব্যান্ডেজ খুলে দেয়া। তারপর ওটি নিয়া যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে বন্ধ করা।

 উপজেলাতে গিয়ে বড় সার্জন তারাই, যারা ব্লিডিং বন্ধ  এবং এক্সিডেন্টাল ইঞ্জুরি রিপেয়ার ভালো পারেন। পেরিফেরিতে গেলে ভিলেজ পলিটিক্স আয়ত্ব করা বড় ধরনের আর্ট।। এটা সার্জারির চেয়েও গুরুত্বপূর্ণ।। 

No comments

Theme images by follow777. Powered by Blogger.