Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Raw_Basic_For_Part_1_glucose_এবং_Insulin_part_1

#Raw_Basic_For_Part_1_glucose_এবং_Insulin_part_1  🧡


👨🏻‍⚕️: আচ্ছা আমাদের cell এর ভেতর Glucose কিভাবে ঢুকে?

👩🏻‍⚕️: স্যার বিভিন্ন Organ এ Glucose cell এর ভেতর ঢোকার জন্য 4 রকমের transporter আছে। যেগুলো ব্যবহার করে Glucose cell এর ভেতরে ঢোকে।
এগুলো কে বলে #Glucose_Transporter বা সংক্ষেপে #GLUT .

👨🏻‍⚕️: কোন organ এ কোন GLUT -1 থাকে?

👩🏻‍⚕️: স্যার #GLUT_1  থাকে mainly RBC , cornea  তে। এছাড়া শরীরের যত Barrier আছে সব গুলো তে ।যেমন : BBB , Blood placental Barrier , Blood Testis barrier etc . এই GLUT-1 এর মাধ্যমে একটা constant rate এ Glucose কোষ গুলোর মধ্যে ঢুকতে থাকে।

👨🏻‍⚕️: আচ্ছা বলতো কোন GLUT ,insulin release করতে সাহায্য করে?

👩🏻‍⚕️: স্যার GLUT -2 .
এই GlUT -2  থাকে Mainly #Beta_cell_of_pancrease এ। কিন্তু এই Transporter এর Glucose এর প্রতি আকর্ষন বা Affinity কম। তাই Glucose কেবল মাত্র তখনই cell এর ভেতর ঢোকে যখন Blood এ Glucose এর পরিমান অনেক বেশি থাকে। অর্থাত hyperglycemia তে। তারমানে affinity কম হবার জন্য  কেবল মাত্র #Hyperglycemia তে #GLUT_2 খোলে। এবং beta cell এর ভেতর glucose ঢুকে। তখনই beta cell বুঝতে পারে যে blood এর glucose বেশি এবং তখনই সে ভেতর থেকে Insulin release করে blood glucose কমানোর লক্ষ্যে।
এছাড়া GLUT -2 পাওয়া যায় liver এ। আগেই বলা হয়েছে যে এর affinity glucose এর প্রতি কম। তাই একমাত্র Glucose blood এ অতিরিক্ত বেড়ে গেলে সেগুলো GLUT-2 দিয়ে #liver এ ঢোকে।এবং #Glycogen হিসেবে storage থাকে।
এছাড়া GLUT -2 পাওয়া যায় #Interstine এর epithelium এবং #Renal_Tubule এ।

👨🏻‍⚕️: Good ! সবচেয়ে বেশি Glucose এর উপর আকর্ষন কোন Transporter এর? এবং সেটা কোথায় থাকে?

👩🏻‍⚕️:  #GLUT_3 এর Glucose এর প্রতি সবচেয়ে affinity বেশি। আর এটা থাকে #Brain এবং #Neuron  এ।
যার কারনে Blood এ অনেক কম Glucose থাকলেও Brain এবং Neuron এ Glucose ঢুকে এবং তারা survive করে।

👨🏻‍⚕️: আর কোন Glucose Transporter টা insulin Dependent ?

👩🏻‍⚕️: #GLUT_4 . যেটা থাকে #muscle এবং #Adipocyte এ।অর্থাত Insulin গিয়ে cell এর সাথে bind করলে একটা signal চলে যায় cell এর ভেতরে এবং এই signal এর জন্য Cell এর ভেতর থেকে GLUT -4 এসে #cell_membrane এ bind করে। এবং তখন Glucose Blood থেকে Cell এর ভেতর প্রবেশ করে । Glucose এর সাথে একটা করে #Potassium ও ঢোকে। এইভাবেই Insulin Blood এ Glucose এবং K এর পরিমান কমায় ।এবং cell এর ভেতর Glucose বাড়ায়। সেই Glucose কে Glycolysis করে ATP তৈরী হয় এবং muscle এ শক্তি সঞ্চার করে। এই কারনে Diabetes এর patient দের cell এর ভেতর Glucose এর অভাবে, শরীরে দুর্বলতা হয়!

👨🏻‍⚕️: তারমানে আমরা #insulin_resistance কখন বলবো?

👩🏻‍⚕️: যদি GLUT -2 এর কারনে Insulin beta cell থেকে release না হয়। অথবা insulin release হয়ে GLUT-4 কে Cell membrane এ না আনতে পারে।এবং যার ফলে Hyperglycemia হয়। এটাই insulin resistance স্যার!

👨🏻‍⚕️: good ! last question !Insulin resistance টা হয় কোন টাইপের
Diabetes melitus এ? 
   
👩🏻‍⚕️স্যার #Type_2_Diabetes_Meitus এ।আর #Type_1 এ হয় #Insulin_Deficiency ।

👨🏻‍⚕️:Very good. এই জন্যই আমার মেয়েদের পরীক্ষা নিতে এত ভাল লাগে!😊 পরের জন কে পাঠাও!

No comments

Theme images by follow777. Powered by Blogger.