Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

Rigidity_আর_Spasticity

#Rigidity_আর_Spasticity ❤️


#Rigidity তে সাধারনত একটা Limb এর #Whole_range of Movement এ muscle Tone একই থাকে।

আর #Spasticity তে সাধারনত দেখা যায় #initial_range of movement অর্থাত একটা joint এর movement এর প্রথম দিক টায় Muscle Tone বেশি থাকে।
তারপর দেখা যায় হঠাত muscle Tone টা release হয়ে যায় Movement এর শেষ দিক টায় ।#Release_phenomenon বলে এই ঘটনা কে।

Spasticity সাধারনত #Upper_Motor Neuron lesion এ আমরা পেয়ে থাকি। like #Stroke !

কিন্তু Rigidity #Extra_pyramidal Lesion এ পাওয়া যায়। যেমন : #Parkinsonism !

Rigidity এর সাথে সাধারনত #Tremor থাকে। যেটার কারনে Rigidity এর সাথে হালকা একটা jerk পাওয়া যায় movement এর সময়। গরুর গাড়ির চাকা চলার সময় যেমন টা হয়। কিংবা ঘড়ির ভেতর যে চাকা গুলা থাকে সেগুলো যেভাবে ঘুরে। এটাকেই #cog_wheel Movement বলে। #Wrist_joint এর চারপাশে movement এর সময় এই ব্যাপারটা চোখে পরে।দেখবেন movement টা হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে কিছুটা।

No comments

Theme images by follow777. Powered by Blogger.