Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

প্রফের_ভাইবায়_Growth_Hormone

#প্রফের_ভাইবায়_Growth_Hormone 💙💚


👨🏻‍⚕️: আমাদের দেহে একটা hormone আছে যেটা বেশি release হয় আমাদের ঘুমের সময়।নাম বলতে পারবি?

👨‍⚕️: স্যার #Growth_hormone । এই জন্যই Adolescent period এ পর্যাপ্ত ঘুম দরকার সঠিক বৃদ্ধির জন্য।

👨🏻‍⚕️: যা বলেছি শুধু সেটার উত্তর দিবি।😡মহাজ্ঞানী অতীশ দিপংকর হবার দরকার নাই।#Diabetogenic Effect আছে অর্থাত Blood Glucose বাড়ায় এমন একটা hormone এর নাম বলতে পারবি?

👨‍⚕️: স্যার insulin বাদে অধিকাংশ hormone ই Blood Glucose বাড়াতে দেখা যায়। তবে সবচেয়ে important Hormone হলো Growth hormone এক্ষেত্রে ।

👨🏻‍⚕️: কিভাবে এটা blood Glucose বাড়ায় বা Diabetes করে?

👨‍⚕️:  স্যার GH আমাদের #Skeletal_muscle এবং Fat এ Glucose ঢুকানো কমিয়ে দেয়।
ওদিকে liver কে stimulate করে #Glycogen ভেঙ্গে blood এ Glucose আনতে শুরু করে।
Blood এ glucose অনেক বেশি এটা টের পেয়ে Beta cell থেকে Insulin release হয়। কিন্তু insulin glucose কে cell এর মধ্যে ঢোকানোর Try করেও সুবিধা করতে পারে না। কারন Growth hormone ,Glucose কে কিছুতেই cell এর ভেতর ঢুকতে দিতে চায় না। এই অবস্থা কে বলে #insulin_resistance ।অর্থাত insulin blood এ আছে কিন্তু তা glucose কে cell এ insert করে blood glucose কমাতে পারছে না। এটাই স্যার Diabetogenic Effect of GH ! এই জন্যই স্যার #Acromegaly এর patient দের Diabetes থাকে।

👨🏻‍⚕️ :Good । গাধা টা পড়াশোনা করেছে বোঝা যাচ্ছে। GH এর আরেক টা মেটাবলিক Effect বলতে পারবি?

👨‍⚕️: স্যার GH আমাদের জমে থাকা Fat ভেঙ্গে blood এ #Free_Fatty_acid এর পরিমান বাড়িয়ে দেয়। FA থেকে তৈরী হয় #Acetyl_coA ! excess Acetyl CoA একটা আরেকটার সাথে bind করে তৈরী করে #Acetoacetate । যেটা একটা Ketone body ।অর্থাত এটা Ketosis করে। এই effect কে বলে #Ketogenic_Effect of GH !

👨🏻‍⚕️: আচ্ছা Growth hormone আমাদের Growth টা কিভাবে করতেছে?

👨‍⚕️: স্যার Growth hormone আমাদের যে skeletal frame আছে অর্থাত #Bones and #cartilages , এদের Growth করে। condrocyte আর Osteogenic cell  কে stimulate করে । সেই cell গুলো থেকে #structural_protein গুলো secrete হয়।সে গুলো জমা হয়ে bone আর cartilages আকারে বড় হতে থাকে।
শুধু তাই না , GH #chondrocyte কে #Osteogenic cell এ রুপান্তরিত করে।যার ফলে Osteogenic cell এর পরিমান বৃদ্ধি পায় এবং আমাদের bones আকারে বড় হতে থাকে!

👨🏻‍⚕️: ভাল বলেছিস। GH ছাড়া আর কোন কিছু কি এভাবে growth এ সাহায্য করে?

👨‍⚕️: স্যার GH release হবার পর সেটা liver এ গিয়ে সেটা কে stimulate করে।এবং সেই stimulation পেয়ে
liver এক ধরনের protein তৈরী করা শুরু করে। তার নাম #Somatomedin । এদের insulin এর সাথে কিছু মিল পাওয়া যায়। তাই এর আরেক নাম Insulin Like Growth Factor ( #IGF ) . মুলত GH আর Somatomedin মিলেই আমাদের Growth এ প্রধান ভূমিকা রাখে।

👨🏻‍⚕️: সাব্বাস ! GH কে inhibit করে এমন কোন Hormone আছে?

👨‍⚕️: জি স্যার। এর নাম Growth hormone inhibitory hormone যার আরেক নাম #Somatostatin ! Stomach এবং Pancrease এর D cell থেকে এটা প্রধানত রিলিজ হয়। যদিও pituitary   থেকেও এ hormone আসে! এর কাজ বডিতে সব কিছু কমানো। শুধু Blood glucose টা বাড়ায়।

👨🏻‍⚕️: কিছু Factor এর নাম বল। যেটা GH release stimulate করে!

👨‍⚕️: স্যার Execise , starvation , Hypoglycemia ,Deep sleep !

👨🏻‍⚕️: আর Growth hormone inhibit করে কি কি?

👨‍⚕️:  স্যার আমি মনে রেখেছি body তে কিছু বাড়লেই GH কমে যায়!
যেমনঃ - increase Blood Glucose
           -increase Cortisol
           - increase Free Fatty acid 
           -increase Age

👨🏻‍⚕️: Excellent ! আগে জানতাম মেয়েরাই শুধু ভাল পরীক্ষা দেয়। এখন দেখি ছেলেরাও।🤭 GH এর সাথে সম্পর্কিত কিছু Disease এর নাম বল। এটাই শেষ প্রশ্ন। বলতে পারলে ভাল marks পাবি🤗

👨‍⚕️: স্যার GH excess যদি হয় #Epiphysis Fusion এর আগে, তাহলে হবে #Gigantism অর্থাত সেই লেভেলের লম্বা হবে।
আর #epiphysis fusion এর পরে যদি GH excess secrete হয় তাহলে bones আর লম্বায় বড় হবে না। প্রস্থে বড় হবে। একে বলে Acromegaly !

 বাচ্চাকালে যদি GH কম secrete হয় তাহলে আর Growth হবে না। একে বলে #Dwarfism !😊

👨🏻‍⚕️: সাব্বাস বেটা বাঘের বাচ্চা! যা তোকে Honours দিলাম।

👨🏾‍⚕️👨🏽‍⚕️: দোস্ত কি ধরলো রে?

👨‍⚕️: আরে Box quesn ধরছে পারবি!

👩🏻‍⚕️👩🏼‍⚕️: এইইইই! কি ধরলো বলনা?

👨‍⚕️:অবশ্যই। এখনি বলছি লিখে নাও😍😍!

No comments

Theme images by follow777. Powered by Blogger.