Homologous gene আর homozygous gene
✅Homologous gene আর homozygous gene নিয়ে কারো Confusion থাকলে তা দূর হয়ে যাবে আশা করি।
Some little basic things ......📶▶
☢DNA - Deoxyribonuleic acid. #Deoxy নামেই বোঝা যাচ্ছে oxygen removed. DNA formation এর জন্য ribose sugar থেকে oxygen রিমুভ করা হয় তাই এর নাম deoxyribo...কিন্তু কেন???? কেন oxygen রিমুভ করা লাগে ❓❓❓
আমরা জানি DNA একটা double stranded helical structure. মানে দুইটা strand একে অপরের সাথে পেচিয়ে থাকে।এরপর যখন একটা লম্বা DNA ছোটখাটো একটা নিউক্লিয়াসে জায়গা করে নিতে চায় তখন তাকে coiling করতে হয় (যেভাবে নাটাইতে সুতা পেঁচানো হয় ঠিক সেভাবেই histone protein এর গায়ে DNA কে পেঁচানো হয় যাকে chromatin বলে)।সুতরাং,
#Chromatin =DNA+histone protein
এরপর আবার cell division এর সময় সেই coiled DNA কে আবার coiling করা হয় (supercoiling,যাকে বলে chromosome) সুতরাং,
#Chromosome =supercoiled chromatin /condensed chromatin যা শুধুমাত্র cell division এর সময় হয়।
এখন কথা হচ্ছে, যে জিনিসটাকে helical form এ রাখতে হবে এবং এতো বার coiling - supercoiling করতে হবে সেই জিনিস টাকে অবশ্যই অনেক বেশি flexible হতে হবে। মূলত এই কারণেই ribose sugar থেকে oxygen removal করে nucleic acid টাকে flexible করা হয়।
#Gene : একটা DNA অসংখ্য base sequence দিয়ে তৈরী। কিন্তু সব base sequence genetic information carry করে না। টোটাল DNA এর মাত্র ১% - এ জেনেটিক ইনফরমেশন থাকে।এবং DNA এর যে অংশ genetic information carry করে তাকে gene বলে।
#Homologous_gene : আমার cell এ জোড়ায় জোড়ায় ক্রোমোজোম আছে। প্রতিটা জোড়ার একটা বাবা থেকে আসা আর একটা মা থেকে আসা। একই ভাবে gene গুলাও জোড়ায় জোড়ায়, একটা বাবার, একটা মায়ের থেকে আসা। এখন এক জোড়া ক্রোমোজোমের প্রতিটার একই জায়গায় যদি একই gene থাকে যেমন মায়ের ক্রোমোজমের যেখানটাতে চুলের রং এর gene আছে ঠিক বাবার ক্রোমোজমের একই জায়গায় বাবার চুলের রঙ্গের Gene টা আছে। তাহলে এটাকে বলবো homologous gene. অর্থাৎ, আমার একজোড়া ক্রোমোজোমে আমার বাবা মায়ের সিমিলার gene গুলা সবসময় প্যারালাল বা সেইম লোকেশনে থাকবে। যদি এক রকম gene না থাকে তবে সেটা heterologous.
#Homozygous_gene : উপরে চুলের রং এর কথা বলছিলাম। বাবা ও মা ' র চুলের gene দুইটা ক্রোমোজোমের ঠিক একই জায়গায় থাকবে। কিন্তু কি রং এর চুল??????? চুলের রং এর gene পাশাপাশি আছে কিন্তু বাবার চুলের রঙ্গের gene কালো চুলের আর মায়ের চুলের রঙ্গের gene ব্রাউন কালারের। তাহলে এইটা homologous gene হলেও এটাকে homozygous gene বলা যাবে না। এটা হবে homologous but heterozygous gene আর যদি পাশাপাশি gene চুলের রং ও সেইম থাকে যেমন বাবা মা দুইজনেরই চুলের রং এর gene কালো রঙ্গের তাহলে এটা হবে homologous and homozygous gene.
No comments