Motion_sickness
#Motion_sickness
অনেকেই জার্নির সময় বাসে বমি করে। এটাকে মোশন সিকনেস বলে। এটা কেন হয়????এর জন্য দায়ী হচ্ছে আমাদের কান।
We know the function of ear.Hearing and balance. Inner ear এ cochlea হচ্ছে একটা bony tube, containing fluid. যখন আমাদের মাথা নড়ে তখন কানের ভিতরের এই ফ্লুইড টাও নড়তে থাকে। আর এই মুভমেন্টের সেনসেশন টা vestibulocochlear nerve এর মাধ্যমে ব্রেইনে গিয়ে মুভমেন্টের সেনসেশন দেয়। এবং সেই অনুযায়ী ব্রেইন আমাদেরকে ব্যালেন্স করার নির্দেশ দেয়।
এখন বাসে যেটা হয়। কান ব্রেইনকে ইনফরমেশন দেয় যে the body is moving যেহেতু বাসে ঝাকিতে inner ear এর ফ্লুইড টা নড়তে থাকে। কিন্তু চোখ আবার ব্রেইন কে ইনফরমেশন দেয় "না বডি স্থির আছে "।দুই রকম ইনফরমেশন পেয়ে ব্রেইন কনফিউজড হয়ে যায়। আর এই ধরনের কন্ডিশনকে ব্রেইন poison হিসেবে রিড করে। তাই poison কে বডি থেকে বের করে দেওয়ার জন্য vegal stimulation হয় আর যার জন্য বমি হয়।
এই কারণে বাসে ঘুমায় গেলে আর বমি আসে না কারণ চোখ তখন কোন ইনফরমেশন দেয় না ফলে ব্রেইনে কোন কনফিউশান তৈরি হয় না।
বড় হওয়ার সাথে সাথে বমির টেনডেন্সি কমতে থাকে কারণ ব্রেইন এডজাস্ট করে ফেলে এই সিচুয়েশন এর সাথে। আর এডজাস্ট করতে না পারলে তখন বড় হওয়ার পরও বমি হতে পারে।
No comments