Fetal Circulation
Fetal Circulation
Heart হচ্ছে বডির "Food Panda "। এই ফুড পান্ডা সার্ভিস এতো উন্নত যে, এটা শুধু খাবার ডেলিভারি দেয় তা না, খাওয়া শেষ হলে ময়লা টাও গিয়ে নিয়ে আসে। Lung বডির খাবার (অক্সিজেন) পাঠায় হার্টে,হার্ট ঘুরে ঘুরে বডির বিভিন্ন জায়গায় ডেলিভারি দেয়। আবার খাওয়ার পর ময়লা গুলো (Co2) ফেরত নিয়ে আসে এবং তা রেস্টুরেন্টে (lung) দিয়ে আসে।
ফিটাসে Lungs restaurant টা বন্ধ থাকলেও জমজমাট বিজনেস করছে ফুড পান্ডা .......!!!!!!!
এখন কথা হচ্ছে ফিটাল সার্কুলেশন .......Lung এর লেনদেন হয় গাছের সাথে (O2 & Co2) ।যেটা ফিটাসের lungs এর পক্ষে সম্ভব না কারণ সে থাকে পেটের ভিতর। কিন্তু তারও তো "Food Panda "দিয়ে খাবার চাই। তাহলে উপায় .......
ফিটাস উপায় একটা বের করলো। নতুন রেস্টুরেন্টের খোঁজ দিলো "Food Panda "(heart) কে।Placenta নাম রেস্টুরেন্টের।এখন দেখি ফুড পান্ডার ডিলিংসটা কেমন????
১/রেস্টুরেন্ট(placenta) থেকে খাবার (O2) নিয়ে umbelical vein (১ টা) দিয়ে হুন্ডা স্টার্ট দিলো ফুড পান্ডায় যাওয়ার জন্য। ফুড পান্ডার লোক অপেক্ষা করছে Liver এ। সুতরাং umbelical vein এর এর সমাপ্তি লিভারে। লিভারের পিছন দিকে থাকে inferior vanacava. আর একবার IVC তে যেতে পারলেই সোজা Right atrium. এই IVC তে ঢুকার জন্য লিভারে একটা ছোট রাস্তা আছে ductus venosus নামে। umbelical vein খাবার তুলে দেয় ductus venosus দিয়ে IVC তে। এরপর তা চলে যায় হার্টের rt atrium এ।
সুতরাং,
placenta >umbelical vein>ductus venosus>IVC>Rt atrium
২/ঝামেলা হচ্ছে IVC তে থাকে deoxygenated blood। সুতরাং এখানে O2 আর Co2 এর মিক্সিং হয়ে যায়। তাতে কি? এরো সমাধান ফুড পান্ডা বের করে ফেললো। Rt atrium আর Lt atrium এর মধ্যে right to left shunt (bypass) করে দিলো foramen ovalae দিয়ে, যা দিয়ে অক্সিজেন রাইট থেকে লেফটে চলে গেলো। এরপর Left atrium থেকে left ventricle এ গিয়ে সেখান থেকে aorta দিয়ে সারা শরীরে খাবার সাপ্লাই দিয়ে দিলো।
সুতরাং,
Rt atrium>left atrium via foramen ovalae>left ventricle >aorta>whole body.
৩/কিন্তু ঝামেলা তো এখানেই শেষ না। খাবার সাপ্লাই তো হইলো এখন ময়লা ফেরত দিবে কিভাবে placenta কে। ফুড পান্ডা তারও একটা সমাধান করলো। স্বাভাবিক ভাবেই Co2 rt atrium এ আসলো ফিটাসের সমস্ত শরীর থেকে এবং সেখান থেকে রাইট ventricle এ গেলো। সেখানে থেকে pulmonary trunk এ গেলো। কিন্তু এখান দিয়ে পাঠালে তো Co2 lung এ চলে যাবে!!!!!!, কিন্তু পাঠাতে তো হবে placenta তে। তাই ফুড পান্ডা pulmonary truck থেকে aorta তে একটা নতুন রাস্তা করে দিলো, যার নাম Ductus arteriosus. এটা দিয়ে CO2 pulmonary truck থেকে চলে গেলো aorta তে। আবার এখানে O2 আর Co2 এর মিক্সিং হলো। কিন্তু তাও কাজ তো হলো। aorta থেকে descending aorta, তারপর common iliac artery, তারপর internal iliac artery তারপর দুইটা umbelical artery. সুতরাং বুঝাই যাচ্ছে umbelical artery দুইটা কেনো??? দুইপাশে দুইটা iliac artery থেকে দুইটা umbelical artery বের না হয়ে কি আর একটা বের হবে????তারপরেই চলে যায় placenta য় ..............
সুতরাং,
right atrium>right ventricle>pumonary trunk>ductus arteriosus>aorta>descendingaorta>right and left common iliac artery> internal iliac artery>umbilical artery>placenta
(সমাপ্তি)
No comments