Seizure Convulsion Epilepsy
#Seizure : ❤️
আমাদের বডি তে #Abnormal এবং #Excessive_Neuronal Activity এর জন্য যে Sign এবং Symptom পাওয়া যায়, তাকেই seizure বলে।
ধরুন একজন মানুষের #Temporal lobe এর Neuron গুলো excessive ভাবে কারন ছাড়া Activate হচ্ছে।
সেক্ষেত্রে কি হতে পারে?
আমরা জানি Temoporal Lobe এ থাকে #Auditory area ! তাই এর area এর neuron গুলোর কারন ছাড়া activate হলে , আমরা কথা শুনতে পাবো, কিন্তু আসলে কেউ সেই কথা বলছে না। এটাকে বলে #Auditory_Hallucination !
একই ভাবে #Occipital lobe এ আমাদের vision area থাকে। তাই সেখান কার Neuron গুলো কারন ছাড়া Discharge করলে হবে #Visual_Hallucination. এর সাথে motor Neuron গুলোর Discharge এর জন্য হবে Abnormal Muscle Contraction !
#Convulsion :💜
Seizure এর Sensory component বাদে শুধু #motor Component কে বলে Convulsion ! অর্থাত শুধু muscle contraction টা কে convulsion বলা হয়।
#Epilepsy : 💚
কোন বাইরের Stimulation বা Brain এর Structural deformity ছাড়া বারবার Seizure হওয়ার Tendency কেই Epilepsy বলে!
No comments