Case Study
চোখ খুলে দেখতে হবে। সামান্য একটা Xray দিতে পারে আমাদের Complete Diagnostic Hints . এই Xray টা দেখুন।
Xray Chest P/A view Showing Homogeneous Opacity in left Upper and Middle zone.
👉Trachea is centrally placed.
এটা সবারই চোখে পরবে।সোজা সাপটা কথা এখানে একটা consolidation থাকতে পারে। কিন্তু আর কিছু কি চোখে পরছে?
👩🏻⚕️: জ্বী। চোখ টা যদি আরো ধারালো করি আমরা তাহলে দেখতে পারবো। Left Dome of Diaphragm Right dome এর থেকে Elevated . কিন্তু কি কারনে হতে পারে?
👩🏻: সম্ভবত Mass lesion যেটা Left Upper and mid zone এ আছে। সেটা Phrenic nerve কে Invasion করে নস্ট করে দিয়েছে। তাই Left Diaphragm Palsy Develop করেছে।
Yes !! এবার Diagnosis তাহলে কি হলো?
👩🏻⚕️: Carcinoma lung with phrenic nerve palsy.
Diaphragmatic palsy থাকার কারনে এটাকে আর Pneumonic consolidation বলার সুযোগ নেই।
তারমানে , In case of Mass lesion with Elevated Hemidiaphragm Always First think about Carcinoma Lung until its proved otherwise
No comments