#Love_Hormone_Oxytocin
#Love_Hormone_Oxytocin❤️🧡💚
আমাদের দেহের কয়েকটা জায়গায় কাজ করে সে!প্রথমে ,
#Pregnant_Uterus 🤰🏻
Gestation এর End এ Oxytocin Body of the uterus এ contraction করে, আর অপরদিকে Cervix এ করে relaxation , যেটার কারনে parturation এবং child birth হয়!
#Nonpregnant_Uterus🤷🏻♀️
মজার ব্যাপার হলো এটা কিন্তু nonpregnant Uterus এও contraction করে। এবং সেটা করে Sex বা coitus এর সময়।এটা কে বলে receptive contraction । অর্থাত এই contraction এর ফলে cervix এ আসা sperm, uterus এর ভেতরে ভাল ভাবে পৌছায়
#Lactating_Breast 🤱🏻
বাচ্চা জন্মের পর এটা lactating breast এর myoepithelial cell এর উপর কাজ করে। যার ফলে myoepithelial cell এর contraction হয়, এবং দুধ alveoli থেকে lactating duct দিয়ে বাইরে বেড় হয়ে আসে!
এছাড়া মানুষের যখন ভালবাসার অনুভূতি আসে কারো উপর, তখন নাকি oxytocin release হয়। এবং একটা সুখের অনুভুতির তৈরী করে! এই জন্য এই hormone এর আরেক নাম #Love_Hormone ❤️
No comments