Diabetes_Melitus
Diabetes_Melitus
#Diabetes_Melitus এর একটা Patient আসলে, তাকে আমরা কিছু প্রশ্ন অবশ্যই করবো।
#Macrovascular যে #Complication গুলো আছে, সেগুলো আমরা দেখেই বুঝতে পারি।
যেমন : #Stroke , #MI , #Diabetic_Foot
কিন্তু #Microvascular_Complication গুলো খালি চোখে বোঝা যায় না।
তাই তখন আমরা Patient কে জিজ্ঞাসা করবো!
👨🏻⚕️ : আপনি চোখে ঠিক মত দেখছেন কিনা? ( #Diabetic_Retinopathy )
👩🏻⚕️ : আপনার প্রশাব ঠিক মত হচ্ছে কিনা? ( #Diabetic_Nephropathy )
👨⚕️ : আপনার হাতে পায়ে জ্বালাপোড়া করে কিনা?
( #Diabetic_Neuropathy )
ভাবছেন কেন জরুরী? Diabetes Melitus এর সাথে Complication থাকলে অবশ্যই তাকে #Insulin দিতেই হবে।
No comments