Clinical Correlation
Clinical Correlation
Medical Science এর দুইটা ভাগ আছে।
Basic Portion and Clinical Portion!
আমার মনে হয় আরেক টা ভাগ হওয়া উচিত!
Basic এর সাথে Clinical Correlation বা সেতুবন্ধন।
এই খানে আমরা দুর্বল জন্যই student রা মজা হারিয়ে ফেলছে!
Basic এ lower motor neuron পড়ে GBS এ কেন lower motor neuron lesion হচ্ছে সেটা তারা ধরতে পারছে না!
ফলাফল মুখস্থ করছে।interest হারিয়ে ফেলছে পড়ার উপর।
অথচ myelin sheath পড়ানোর সময়ই বলা উচিত ছিল যে এই Myelin Sheath না থাকলে nerve conduction slow হয়। একটা Disease আছে যেটা তে পেরিফেরাল নার্ভ এর demyelination হয়।
একে GBS বলে! তাইলে বলোতো এখানে কি type lesion হবে? peripheral nerve UMN নাকি LMN ?
অবশ্যই LMN!
তাহলে এখানে LMN paralysis হবে তাইনা।
আবার clinical science পড়ানোর সময় আমাদের আবার মনে করায়ে দিতে হবে, যে এটা একটা peripheral nerve এর myelin sheath এর সমস্যা।
Direct Clinical Fearure বলা শুরু করলে অনেক students ই খেই হারায়ে ফেলবে।
আমাদের correlation এ strong হতে হবে আসলে। তবেই মজা আসবে পড়াশোনায় !
No comments