Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

কিছু_কথায়_Coronary_Circulation

#কিছু_কথায়_Coronary_Circulation ❤️


আমাদের শরীরের সমস্ত #Blood_Vessel এ ,শুধু #Sympathetic Supply থাকে।
#Parasymathetic Supply সেখানে থাকে না।
আর Sympathetic Supply এর কাজ হলো #Vasoconstriction করা।
কিন্তু একটা ব্যতিক্রম কিন্তু আছে।
সেটা হলো আমাদের সবার প্রিয় #Coronary_artery ❤️
Coronary Artery তে Sympathetic and Parasympathetic Both Supply আছে!
যা দেহের আর অন্য কোন Artery তে নেই।
আরেক টি মজার ব্যাপার হলো এখানে Sympathetic Supply Vasoconstriction এর পরিবর্তে #Vasodilation করে!❤️
এই Mechanism যদি এখানে না থাকতো তাহলে মানুষ #Ejaculation এর সময়ই #Coronary_Vasospasm হয়ে মারা যেত। অনেকে ভাবছেন।আহ! কি আরামের মৃত্যু!
এছাড়া parasympathetic নিজেও এখানে vasodilation করে।
এই জন্যই প্রচন্ড #Exercise এর সময় ও coronary circulation এ Blood flow ঠিক থাকে।
কেবল মাত্র যখন Coronary artery এর Cross section এর ৭০ ভাগের বেশি #occlusion হয়ে যায়, তখনই #Ischemia Develop করতে শুরু করে।

অতএব তুমি তোমার সৃষ্টিকর্তার কোন কোন অবদান কে অস্বীকার করবে?

No comments

Theme images by follow777. Powered by Blogger.