Buy me a Coffee!!

Buy me a Coffee!!
Thank you!

MRCP MRCS MRCOG






"কোন এক্সাম দিবো? MRCP নাকি MRCS নাকি MRCOG নাকি MRCEM নাকি MR.....
আমার মনে হয়, এই প্রশ্নটা করার পেছনে এই এক্সামগুলো নিয়ে আইডিয়ার অভাব আছে। চেষ্টা করবো কিছুটা খোলাসা করার।

RCP, RCS, RCOG etc. উনারা হচ্ছে Royal College. তিতুমীর কলেজের মত কলেজ না- এটা এক ধরণের সোসাইটি বা ক্লাবের মত। এই সোসাইটির গুরুরা হচ্ছে সেই স্পেশালিটির টপডগ। উনারা সেই স্পেশালিটির কারিকুলাম বানান। মানে, উনারা ঠিক করেন কী কী করলে একজন ডাক্তারকে সেই স্পেশালিটির "স্পেশালিষ্ট" বলা যাবে। এর আগে পিছে আরো কাহিনী আছে, রয়্যাল কলেজের আরো অনেক ফাংশন আছে, সহজ করে বললাম।

যাই হোক, এই কারিকুলামেই আমরা ইন্টারেস্টেড। এই কারিকুলামটা Royal College বানায়, GMC দ্বারা এপ্রুভড হয়, Deanery দ্বারা implemented হয়, NHS এ কাজ করা দ্বারা সেই কারিকুলাম আইটেমগুলা একজন ডাক্তার প্রমাণ করে।

এই কারিকুলামের একটা অংশ হচ্ছে তাদের পরীক্ষাগুলো পাশ করা। এখানেই আসছে MRCP, MRCS ইত্যাদি ইত্যাদি। 

ইউকে টেনিং এ না ঢুকে কিংবা ইউকে কাজের কোন অভিজ্ঞতা ছাড়া, in the grand scheme of being a specialist, খালি এই পরীক্ষা দিয়ে কোন লাভ নাই। পরীক্ষা পাশ আপনাকে স্পেশালিষ্ট বানাবে না, আপনার কারিকুলামের বাকি সবকিছু প্রমাণ করতে হবে, either ট্রেনিং এ ঢুকে (CCT pathway) অথবা কাজের অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করে (CESR pathway)।

হ্যাঁ, এই পরীক্ষা পাশ করলে আপনি GMC ফুল রেজিস্ট্রেশন পাচ্ছেন। কিন্তু ট্রেনিং এর ট ও মাফ হবেনা খালি পরীক্ষার উপর ভিত্তি করে।

একটু উদাহরণ দিই। 
ইন্টার্ন শেষে দুইজন ডাক্তার মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন দেশে। একজন PLAB পাশ করলো, আরেকজন MRCP পাশ করলো। দুইজনেই সেইম GMC রেজিস্ট্রেশন পাবেন। ইউকে এর ইন্টার্নাল মেডিসিন ট্রেনিং দুইজনেরই করা লাগবে কিন্তু দ্বিতীয় জন যিনি অলরেডি MRCP দিয়ে এসেছেন উনার আবার MRCP দেয়া লাগবে না, কিন্তু PLAB করে যে এসেছে উনার MRCP দেয়া লাগবে ট্রেনিং এ থাকাকালীন সময়ে।

তাহলে দেখুন, কোন স্পেশালিটিতে আপনি ক্যারিয়ার করবেন সেটা জেনে তারপর সেই স্পেশালিটির Membership পরীক্ষা দেয়া উচিত। এই পরীক্ষাগুলো costly এবং সময়সাপেক্ষ। টার্গেট ছাড়া এমনি এমনি দিলে, আখেরে লস।


No comments

Theme images by follow777. Powered by Blogger.