parasympathetic_ganglia
#parasympathetic_ganglia 🧠🤔
আমাদের দেহে 4 টা parasympathtic ganglia আছে।
প্রশ্ন হতে পারে ganglion কি?
Ganglion হলো #collection_of_cell_body of neuron in #peripheral_nervous_system ।
অর্থাত এক টা জায়গায় কয়েক টা cell body জটলা পাকিয়ে থাকবে। এবং সেখান থেকে axon বেড় হয়ে যে যার কাজে বেড় হবে।ব্যাপার টা কিছুটা রেল জংশন এর মতো!
কিন্তু #central_nervous_system এ যদি আবার কয়েক টা cell body এক হয়। তাহলে সেটা কে বলে #nucleus ।যেমন superior salivary nucleus ।যেটা থেকে facial nerve বেড় হয়ে আসে।
যে চার টি cranial nerve এর parasympathetic এর function আছে, তাদের নাম হলো,
-#Occulomotor 💚
-#Facial ❤️
-#Glossopharyngeal💛
-#Vagus💙
এদের মধ্যে #occulomotor_nerve গিয়ে #cilliary_ganglion এ rest নেয়, তারপর বের হয়ে হয়ে সেখান থেকে pupil এ supply দেয়, যা pupil constriction করে।
#Facial_nerve প্রথমে parasympathetic supply দেয় #pterigopalatine_ganglion এ,এবং সেখান থেকে supply যায় #lacrimal_gland এ! আর এর কারনেই আমাদের চোখ দিয়ে পানি পরে।
facial nerve আবার #submandibular_ganglion এও supply দেয়। সেখান থেকে supply পায় #Submandibular এবং #Sublingual gland , যেখান থেকে লালা ঝড়ে!
সবার শেষে #Glossopharyngeal_nerve ।তিনি supply দেন #Otic_ganglion এ। আর এই Otic ganglion থেকেই supply পায়, #parotid_gland ।যেখান থেকে লালা ক্ষরণ হয়!
একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়েছে সবার যে, parasympathetic এর কাজই হলো #secretion বাড়ানো।
শরীরের সব Secretion এর ক্ষেত্রে parasympathetic help করে। even Excreation এও হেল্প করে যেমন, micturation এবং Defication । শুধু একটা জিনিস বাদে, সেটা হলো #Ejaculation ☺️। যেটা #sympathetic এর কাজ!
No comments